আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

প্রতিনিধি, রাবি

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি আশঙ্কাজনক হারে মশার প্রকোপ বেড়েছে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে এবং শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক রাখতে এই কর্মসূচি পালন করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একাধিক টিমে ভাগ হয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, প্যারিস রোডের বিভিন্ন ড্রেন ও নর্দমায় ওষুধ ছিটানো হচ্ছে। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, এই কর্মসূচির পাশাপাশি যদি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয় তাহলে আরও ভালো হবে এবং ড্রেন পরিষ্কার ও পানি জমতে না দেওয়ার ব্যবস্থা করলে মশা নিধন আরও কার্যকর হবে। সব মিলিয়ে, রাকসুর এই উদ্যোগ আমরা সাধুবাদ জানাই।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ক্যাম্পাস স্বাস্থ্যসম্মত রাখতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু এক দিনের কর্মসূচি নয়, প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন রাকসুর এই মশা নিধন কর্মসূচি রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি এই উদ্যোগের মাধ্যমে মশার উপদ্রব কিছু হলেও কমবে।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পরিবেশ, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু ও কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক কামলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...