শাবিপ্রবিতে হলে ঢুকে হামলাচেষ্টা, ছাত্রদল কর্মী বহিষ্কার

প্রতিনিধি, শাবিপ্রবি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ২০: ০১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের কক্ষে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলাচেষ্টার অভিযোগে শেখ ফাকাব্বির সিন নামের এক ছাত্রদল কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃত ছাত্রদল কর্মী ফাকাব্বির বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সমর্থক হিসেবে পরিচিত।

প্রক্টর বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাকাব্বিরের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয়। এরপর ১৭ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে গত ৫ জানুয়ারি রাতে ঢুকে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের গলায় ছুরি ধরার অভিযোগ ওঠে ফাকাব্বিরের বিরুদ্ধে।

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কর্তৃপক্ষ ৯ জানুয়ারি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যার আহ্বায়ক ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. এছাক মিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত