ইবিতে সাজিদ হত্যার বিচার দাবিতে ছাত্রদল-বাগছাস ও শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৮: ৫২
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৮: ৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ৪০ দিন পার হলেও খুনিদের গ্রেফতার ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইবি শাখা ছাত্রদল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৭ আগস্ট) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে ইবি ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। একই দিন বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনেই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ' বিচার বিচার বিচার চাই,সাজিদ হত্যার বিচার চাই', 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,খুনিদের ফাঁসি চাই', 'খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে'সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তব্য প্রদানকালে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘প্রশাসনের কাছে ছোট ভাই সাজিদ হত্যার খুনিদের দ্রুত বিচারে দাবি জানাচ্ছি। আমি কুষ্টিয়ার এসপি এবং ইবি থানার ওসির সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন তদন্তের অগ্রগতি হচ্ছে। আপনারা আরো দ্রুত গতির সাথে কাজ করুন। এই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী প্রত্যেকেই অনিরাপদ বোধ করছে। রাত হলেই শিক্ষার্থীদের মধ্যে ভীতি কাজ করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে যা করণীয়, সেই পদক্ষেপ গ্রহণ করা হোক।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্টের আগে আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষকরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যাদের সহযোগিতায় আমাদের আন্দোলনরত ভাইদের পুলিশি গ্রেপ্তারের শিকার হতে হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক।’

এদিকে একই দাবিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির সদস্য ফুয়াদ হাসানের ডাকে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে ফুয়াদ হাসান বলেন, ‘সাজিদ আব্দুল্লাহর হত্যার ৪০ দিন পার হলেও এখনো জানা যায়নি কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিংবা কেন ঘটিয়েছে। খুনিরা এখনো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। সাজিদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রয়োজনে ইবি ক্যাম্পাস অতিক্রম করে যমুনায় চলে যাবো, তবুও খুনিদের ছাড়বো না।’

প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর ভাসমান লাশ উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর থেকেই সাজিদ হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। এ ঘটনায় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্তের সুপারিশ করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত