প্রতিনিধি, শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাঁজার আসর থেকে বহিরাগত তিন জনসহ চার শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনের পেছন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থীদের মধ্যে দু’জন লিডিং ইউনিভার্সিটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী, একজন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং একজন শাবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।
প্রক্টরিয়াল অফিসে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেন যে প্রায় দু’বছর ধরে গাঁজা সেবনে আসক্ত। মাসে এক-দুবার তারা এমন আসর বসিয়ে গাঁজা সেবন করে আসছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, চারজনকে আমরা গাঁজা সেবনরত অবস্থায় আটক করি। পরবর্তীতে জালালাবাদ থানায় খবর দিয়ে বহিরাগত তিনজনকে তাদের কাছে সোপর্দ করি।’ তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শাবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বডি।
এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে তাদের অভিভাবকের খবর দিয়ে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাঁজার আসর থেকে বহিরাগত তিন জনসহ চার শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনের পেছন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থীদের মধ্যে দু’জন লিডিং ইউনিভার্সিটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী, একজন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং একজন শাবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।
প্রক্টরিয়াল অফিসে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেন যে প্রায় দু’বছর ধরে গাঁজা সেবনে আসক্ত। মাসে এক-দুবার তারা এমন আসর বসিয়ে গাঁজা সেবন করে আসছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, চারজনকে আমরা গাঁজা সেবনরত অবস্থায় আটক করি। পরবর্তীতে জালালাবাদ থানায় খবর দিয়ে বহিরাগত তিনজনকে তাদের কাছে সোপর্দ করি।’ তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শাবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বডি।
এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে তাদের অভিভাবকের খবর দিয়ে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করি।’
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
১৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
২ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
২ ঘণ্টা আগে