জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার ফি কমছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৬: ৫৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফি কমানো হচ্ছে। দেশের বিভিন্ন এলাকার কলেজের ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটি বৈঠক করে নভেম্বর এ ঘোষণা দেয়া হবে বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার ভাইস চ্যান্সেলরের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে এক জরুরি বৈঠক হয়েছে। ওই বৈঠকে বেশ কিছু শিক্ষার্থীও উপস্থিত ছিল।

বৈঠকে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে সেহেতু অনার্স পার্ট-৪ এবং পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত