গাকৃবিতে পিএইচডি প্রোগ্রাম চালুকরণে কর্মশালা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮: ৩৩

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর গাইনিকোলজি, অবস্টেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগে 'থেরিওজেনোলজি' এর উপর পিএইচডি ডিগ্রি প্রদানের লক্ষ্যে প্রোগ্রাম চালুকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গবাদিপশুর প্রজনন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুধ, মাংস ও প্রাণিজাত পণ্যের উৎপাদন বাড়িয়ে থেরিওজেনোলজি প্রাণীর প্রজনন ও সংশ্লিষ্ট রোগ বিষয়ে বিজ্ঞানভিত্তিক জ্ঞান প্রদান করে প্রাণিসম্পদ খাতে দক্ষ গবেষক তৈরি, আধুনিক প্রজনন ব্যবস্থাপনা এবং উন্নত গবেষণা কার্যক্রম বাস্তবায়নই এ পিএইচডি চালু করণের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের গাইনিকোলজি, অবস্টেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালাটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রমিজ উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন, বিভিন্ন পরিচালক, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং চট্টগ্রাম ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আগত বিশেষজ্ঞবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ডিগ্রিটির কোর্স লে-আউট পর্বে পিএইচডি ইন থেরিওজেনোলজি বিষয়ে তথ্যবহুল প্রেজেন্টেশন দেন গাইনিকোলজি, অবস্টেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভ বিভাগের প্রধান প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান।

উপস্থাপনায় তিনি ডিগ্রিটির প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং সুবিধাবলির প্রসঙ্গ উল্লেখপূর্বক কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে কোর্সটিকে কীভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সে লক্ষ্যে ফ্লোর উন্মুক্ত করে উপস্থিত বিশেষজ্ঞবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়। উন্মুক্ত এ প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞগণ নতুন কোর্স কাঠামো, পাঠ্যসূচি, অ্যাকাডেমিক ও গবেষণার মান উন্নয়নসহ বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গাইনিকোলজি অবস্টেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভ বিভাগের উদ্যোগে 'থেরিওজেনোলজি' এর উপর পিএইচডি চালু করার বিষয়টি নিঃসন্দেহে সময়োপযোগী এবং প্রশংসনীয়। বর্তমান বিশ্বে প্রাণিসম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তা নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে। এই পিএইচডি প্রোগ্রাম আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমি এ বিভাগকে এই যুগোপযোগী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি, অচিরেই আমরা এই প্রেfগ্রাম চালু করতে পারব।'' বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে এবং আমন্ত্রিত বিশেষজ্ঞসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন উপাচার্য।

উল্লেখ্য, ২০১৬ সালে এ বিভাগে মাস্টার্স ডিগ্রি চালু করার পর থেকে এ পর্যন্ত ২৪ জন শিক্ষার্থী সফলতার সাথে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছে এবং ৮ জন অধ্যয়নরত রয়েছে। যার ধারাবাহিকতায় এ বিভাগের অধীনে থেরিওজেনোলজি এর উপর পিএইচডি ডিগ্রি চালু করলে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করা সম্ভব হবে সেইসাথে দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে সে উপযোগিতাকে লক্ষ্য করে এ কর্মশালায় মধ্যদিয়ে থেরিওজেনোলজি বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আরও এক ধাপ এগিয়ে গেল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত