জাবিতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রতীকী মিছিল

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০২: ৪০
ছবি: আমার দেশ

গত বছরের ১৪ জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান আন্দোলন শেষে তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?' এমন বক্তব্যের পর মধ্যরাতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয়ে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। এই স্লোগানকেই ধরা হয় কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের টার্নিং পয়েন্ট।

বিজ্ঞাপন

সেই ঐতিহাসিক রাতের বর্ষপূর্তিতে সোমবার রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রতীকী মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশ নেন এবং ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’; ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে ‘রক্তাক্ত জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ’ শিরোনামে স্মৃতিচারণ ও প্রতিবাদী স্মারকস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত