প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সিন্ডিকেট ১৭ মার্চ ২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করে। আওয়ামী লীগের শাসনামলে কোনও শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত কমিটি।
তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই ২০২৫। অভিযোগ পাঠাতে হবে তদন্ত কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রমে গোপনীয়তা নিশ্চিত করা হবে এবং তথ্যদাতার পরিচয়ও সংরক্ষিত রাখা হবে। অভিযোগ যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সিন্ডিকেট ১৭ মার্চ ২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করে। আওয়ামী লীগের শাসনামলে কোনও শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত কমিটি।
তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই ২০২৫। অভিযোগ পাঠাতে হবে তদন্ত কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রমে গোপনীয়তা নিশ্চিত করা হবে এবং তথ্যদাতার পরিচয়ও সংরক্ষিত রাখা হবে। অভিযোগ যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৬ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৯ ঘণ্টা আগে