• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> ফিচার
> ক্যাম্পাস

সোহরাওয়ার্দী উদ্যানে যেন ফিরে এসেছেন ‘ফকির লালন শাহ’

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০: ৫৪
logo
সোহরাওয়ার্দী উদ্যানে যেন ফিরে এসেছেন ‘ফকির লালন শাহ’

প্রতিনিধি, ঢাবি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০: ৫৪

বাংলার মরমী সাধক ফকির লালন শাহের দর্শন, প্রেম ও মানবতার সুর ভেসে উঠেছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘লালন উৎসব ২০২৫’।

মহান এই সাধকের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে এ প্রথমবারের মতো উৎসবটি আয়োজিত হয়েছে।

বিকেল ৪টায় লালন মেলার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই মহোৎসব। এদিন উদ্যানে উত্তর পাশে সাজানো হয় ১৬টি স্টল, যেখানে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকবাদ্য, গ্রামীণ পোশাক ও স্থানীয় খাবার।

মঞ্চের চারপাশে দেখা যায় ভক্ত, বাউল ও দর্শনার্থীদের পদচারণা। কেউ গাইছিলেন লালনের দেহতত্ত্বের গান, কেউবা ধ্যানে নিমগ্ন হয়ে ছড়িয়ে দিচ্ছিলেন তাঁর প্রেম, মানবতা ও একত্ববাদের বার্তা।

সন্ধ্যা ৬টায় সদ্য প্রয়াত বিশিষ্ট লালন শিল্পী ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদর্শিত হয় তাঁর জীবন ও সংগীতভিত্তিক একটি প্রামাণ্যচিত্র।

রাত ঘনিয়ে এলে শুরু হয় মূল সাংগীতিক পর্ব। অনুষ্ঠানে প্রথমে পরিবেশন করেন এনি বায়রাগী, ফাহমিদা আহমেদ শিফা ও শুচনা শেলি। এরপর বাউলা ব্যান্ড, পথিক নবি ও টিম ক্রিয়েটিভ, এবং আরুপ রাহির পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শেষ রাতে মঞ্চে আসেন সামগীত, নিরব অ্যান্ড বাউলস, দিনা মন্ডল, মুজিব পারদেশি, কানিজ খান্দকার মিতু ও সাগর বাউল।

রাত ১১টায় জনপ্রিয় ‘লালন ব্যান্ড’-এর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী উৎসব।

উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সাধু-বাউল ও ভক্তরা। কুষ্টিয়া থেকে আগত সাধু জালাল বলেন, “সরকারের এই উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তবু আনন্দের বিষয়, লালনের বার্তা অবশেষে জাতীয়ভাবে উচ্চারিত হলো।” আরেক সাধু বুলবুল বলেন, “বিলম্বিত হলেও লালনের দর্শন এখন জাতীয় মর্যাদায় এসেছে, এটাই আমাদের বড় প্রাপ্তি।”

বাউলরা বলেন, লালনের মতে সত্যিকারের প্রেম হলো গুরুশিষ্যের আত্মিক সম্পর্ক, যা দেহাতীত ও চিরন্তন। তাঁরা নিজেদের পরিচয় দেন “শান্তির সুখী পাখি” হিসেবে- যারা প্রতি বছর মানবতা ও প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধনে ফিরে আসে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অব.) মো. মাহমুদুল হক জিহাদ বলেন, “নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। এই উৎসবের মাধ্যমে লালনের দর্শন ও সংগীতকে জাতীয় সংস্কৃতির মূলধারায় যুক্ত করা হয়েছে।”

বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রতীক ফকির লালন শাহ ছিলেন মানবতাবাদী দার্শনিক, সমাজ সংস্কারক ও গানের সাধক। তাঁর গান- “মানুষ ভজলে সোনার মানুষ হবি” কিংবা “অচিন পাখি”- আজও মানুষকে আত্মজাগরণের পথে আহ্বান জানায়। প্রায় দুই শতাব্দী পেরিয়ে গেলেও লালনের সহজ-গভীর মানবতাবাদী দর্শন আজও বাংলার মানুষকে অনুপ্রেরণা জোগায়- ভালোবাসা, সমতা ও আত্মচেতনার চিরন্তন আবেদনে।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com

বাংলার মরমী সাধক ফকির লালন শাহের দর্শন, প্রেম ও মানবতার সুর ভেসে উঠেছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘লালন উৎসব ২০২৫’।

মহান এই সাধকের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে এ প্রথমবারের মতো উৎসবটি আয়োজিত হয়েছে।

বিজ্ঞাপন

বিকেল ৪টায় লালন মেলার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই মহোৎসব। এদিন উদ্যানে উত্তর পাশে সাজানো হয় ১৬টি স্টল, যেখানে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকবাদ্য, গ্রামীণ পোশাক ও স্থানীয় খাবার।

মঞ্চের চারপাশে দেখা যায় ভক্ত, বাউল ও দর্শনার্থীদের পদচারণা। কেউ গাইছিলেন লালনের দেহতত্ত্বের গান, কেউবা ধ্যানে নিমগ্ন হয়ে ছড়িয়ে দিচ্ছিলেন তাঁর প্রেম, মানবতা ও একত্ববাদের বার্তা।

সন্ধ্যা ৬টায় সদ্য প্রয়াত বিশিষ্ট লালন শিল্পী ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদর্শিত হয় তাঁর জীবন ও সংগীতভিত্তিক একটি প্রামাণ্যচিত্র।

রাত ঘনিয়ে এলে শুরু হয় মূল সাংগীতিক পর্ব। অনুষ্ঠানে প্রথমে পরিবেশন করেন এনি বায়রাগী, ফাহমিদা আহমেদ শিফা ও শুচনা শেলি। এরপর বাউলা ব্যান্ড, পথিক নবি ও টিম ক্রিয়েটিভ, এবং আরুপ রাহির পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শেষ রাতে মঞ্চে আসেন সামগীত, নিরব অ্যান্ড বাউলস, দিনা মন্ডল, মুজিব পারদেশি, কানিজ খান্দকার মিতু ও সাগর বাউল।

রাত ১১টায় জনপ্রিয় ‘লালন ব্যান্ড’-এর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী উৎসব।

উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সাধু-বাউল ও ভক্তরা। কুষ্টিয়া থেকে আগত সাধু জালাল বলেন, “সরকারের এই উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তবু আনন্দের বিষয়, লালনের বার্তা অবশেষে জাতীয়ভাবে উচ্চারিত হলো।” আরেক সাধু বুলবুল বলেন, “বিলম্বিত হলেও লালনের দর্শন এখন জাতীয় মর্যাদায় এসেছে, এটাই আমাদের বড় প্রাপ্তি।”

বাউলরা বলেন, লালনের মতে সত্যিকারের প্রেম হলো গুরুশিষ্যের আত্মিক সম্পর্ক, যা দেহাতীত ও চিরন্তন। তাঁরা নিজেদের পরিচয় দেন “শান্তির সুখী পাখি” হিসেবে- যারা প্রতি বছর মানবতা ও প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধনে ফিরে আসে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অব.) মো. মাহমুদুল হক জিহাদ বলেন, “নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। এই উৎসবের মাধ্যমে লালনের দর্শন ও সংগীতকে জাতীয় সংস্কৃতির মূলধারায় যুক্ত করা হয়েছে।”

বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রতীক ফকির লালন শাহ ছিলেন মানবতাবাদী দার্শনিক, সমাজ সংস্কারক ও গানের সাধক। তাঁর গান- “মানুষ ভজলে সোনার মানুষ হবি” কিংবা “অচিন পাখি”- আজও মানুষকে আত্মজাগরণের পথে আহ্বান জানায়। প্রায় দুই শতাব্দী পেরিয়ে গেলেও লালনের সহজ-গভীর মানবতাবাদী দর্শন আজও বাংলার মানুষকে অনুপ্রেরণা জোগায়- ভালোবাসা, সমতা ও আত্মচেতনার চিরন্তন আবেদনে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশসোহরাওয়ার্দী উদ্যান
সর্বশেষ
১

শহিদুল-ডালিয়াচক্রের ফাঁদে ২৩২ বিনিয়োগকারী

২

বাংলাদেশ ঘিরে দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা

৩

দুর্নীতি দমনে নির্মমতাই কি শেষ পথ?

৪

ভারতের ইসরাইল-প্রীতি : সুদূরপ্রসারী প্রভাব

৫

শেষ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে: ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, যে কোনো ধরনের ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে ডাকসুর ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। তিনি বলেন, শিক্ষক, কর্মচারী কিংবা যার মাধ্যমেই হ্যারাসমেন্ট ঘটুক না কেন-সে যত বড় প্রভাবশালীই হোক, তার শিকড় আমরা উপড়ে ফেলতে হবে।

১২ ঘণ্টা আগে

ইন্টারনেট স্বাধীনতায় ভারতের কাছাকাছি বাংলাদেশ

বৈশ্বিক অনলাইন স্বাধীনতা কমলেও এ বছর উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়ে বাংলাদেশ ইন্টারনেট স্বাধীনতা সূচকে ভারতের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফ্রিডম হাউসের ১৩ নভেম্বর প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আন্তর্জাতিক নজর কেড়েছে।

১৪ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৮৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে।

১৫ ঘণ্টা আগে

রাবিতে একই মঞ্চে ডাকসু, চাকসু ও রাকসুর ভিপিরা

নবীনবরণ অনুষ্ঠানজুড়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নির্বাচিত ভিপিরা অতীত ছাত্ররাজনীতির ইতিহাস, রাবির আন্দোলন-সংগ্রামের স্মৃতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অবস্থান তুলে ধরেন। নেতারা নবীন শিক্ষার্থীদের সামনে সংগঠনগুলোর আদর্শ, নীতি, ত্যাগ-তিতিক্ষা ও ভবিষ্যৎ ভূমিকার কথা উল্লেখ করে সৎ, ন

১৫ ঘণ্টা আগে
যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে: ফরহাদ

যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে: ফরহাদ

ইন্টারনেট স্বাধীনতায় ভারতের কাছাকাছি বাংলাদেশ

ইন্টারনেট স্বাধীনতায় ভারতের কাছাকাছি বাংলাদেশ

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

রাবিতে একই মঞ্চে ডাকসু, চাকসু ও রাকসুর ভিপিরা

রাবিতে একই মঞ্চে ডাকসু, চাকসু ও রাকসুর ভিপিরা