
প্রতিনিধি, জবি

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় টিউশনিতে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোববার (২৬ অক্টোবর) রাতে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোডের ১১৯/ডি/৩ নম্বর বাসার নিচে ঘটনাটি ঘটে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি নিয়মিত ওই এলাকার বাসিন্দা মো. নাসির হোসেনের সন্তানকে পড়ান। ঘটনার দিন রাত ৮টার দিকে টিউশনিতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক যুবক তাকে অনুসরণ করে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় সে আমার পথরোধ করে মোবাইল নম্বর চান। আমি দিতে রাজি না হলে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেন। এরপর আমি উপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
তিনি আরো জানান, আমি চিৎকার শুরু করলে সে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে। ফুটেজটি আমি পুলিশকে দিয়েছি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বলেন, গেন্ডারিয়া থানার ওসির সঙ্গে কথা হয়েছে। পুলিশ ঘটনাটি আমলে নিয়েছে এবং অপরাধীকে শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে।
এরপরে, রাতে টিউশনির গেন্ডারিয়া এলাকায় জবি শিক্ষার্থীরা অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত গেপ্তার করার আহ্বান জানিয়ে একটি ছোট বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভে মিছিলে ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাগছাস এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় টিউশনিতে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোববার (২৬ অক্টোবর) রাতে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোডের ১১৯/ডি/৩ নম্বর বাসার নিচে ঘটনাটি ঘটে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি নিয়মিত ওই এলাকার বাসিন্দা মো. নাসির হোসেনের সন্তানকে পড়ান। ঘটনার দিন রাত ৮টার দিকে টিউশনিতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক যুবক তাকে অনুসরণ করে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় সে আমার পথরোধ করে মোবাইল নম্বর চান। আমি দিতে রাজি না হলে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেন। এরপর আমি উপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
তিনি আরো জানান, আমি চিৎকার শুরু করলে সে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে। ফুটেজটি আমি পুলিশকে দিয়েছি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বলেন, গেন্ডারিয়া থানার ওসির সঙ্গে কথা হয়েছে। পুলিশ ঘটনাটি আমলে নিয়েছে এবং অপরাধীকে শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে।
এরপরে, রাতে টিউশনির গেন্ডারিয়া এলাকায় জবি শিক্ষার্থীরা অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত গেপ্তার করার আহ্বান জানিয়ে একটি ছোট বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভে মিছিলে ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাগছাস এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সায়মা মারা গেছেন। সেখানে সাঁতার প্রশিক্ষক উপস্থিত থাকলেও তারা সাঁতার না জানায় সাহায্য করেনি বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, বিতাড়িত ছাত্রলীগের অনুপস্থিতিতে ক্যাম্পাসে নতুন অপরাধী চক্র গড়ে উঠেছে। এই চক্রই এখন হকার ও ভবঘুরে নামের আড়ালে মাদক ও চাঁদাবাজির সিন্ডিকেট চালাচ্ছে।
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন এক নারী শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ও রাজশাহী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র।
৯ ঘণ্টা আগে
গত ১৯ অক্টোবর রাতে ভুক্তভোগী দ্বীন মোহাম্মদ হৃদয় টিউশন শেষে রুমে গিয়ে উঠলে রুমের দুই শিক্ষার্থী রোমান ও ইউনুস তাকে আক্রমণাত্মক কথা বলতে থাকেন। তারা বলেন, হলে থাকার কিছু রুলস আছে। চাইলেই কেউ হলে উঠতে পারে না, হলে থাকতে হলে কষ্ট করতে হয়।
৯ ঘণ্টা আগে