আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবি উপ-উপাচার্য ড. মামুন অবরুদ্ধ

প্রতিনিধি, ঢাবি

ঢাবি উপ-উপাচার্য  ড. মামুন অবরুদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আওয়ামীপন্থী শিক্ষকদের সুবিধা প্রদান, ছাত্রলীগ সংশ্লিষ্ট বিতর্কিত ব্যক্তিদের শিক্ষক পদে নিয়োগ এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

অভিযোগের ভিত্তিতে রোববার সাদা দলের একাধিক নেতা প্রো-ভিসি কার্যালয়ে উপস্থিত হয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে তার কাছে জবাবদিহি চান এবং অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার জানান, অধ্যাপক মামুন আহমেদ শিক্ষার্থী ও শিক্ষক নিয়োগে দলীয় পরিচয় ও পক্ষপাতিত্বের সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, নকল করে ধরা পড়া ছাত্রলীগ নেত্রীকে নিয়োগের প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য বিতর্কিত নিয়োগ এখনো বহাল রয়েছে। আমরা ওনাকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি। এরমধ্যে বিষয়গুলোর সমাধান না হলে, আমরা কঠোর কর্মসূচিতে যাব।

বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক জানান, অধ্যাপক মামুন কিছু প্রশ্নের উত্তর দিলেও অনেক কিছুর জবাব এড়িয়ে গেছেন। দলটি পরবর্তী কর্মপন্থা ঠিক করতে শিগগিরই বৈঠকে বসবে বলে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...