ঢাকা-১৫ নিজ নির্বাচনি আসনে জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর ২টার পর মিরপুর ১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।
এরই মধ্যে জনসভার মঞ্চ তৈরিসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীরাও সেখানে আসতে শুরু করেছেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, মিরপুরে জামায়াত আমিরের জনসভায় বিশেষ অতিথি হিসেবে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেবেন।
সূত্রমতে, জামায়াত আমির আজ মিরপুরে জনসভার মাধ্যমে চার দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করবেন। শুক্রবার ও শনিবার তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও নির্বাচনি এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। ২৫ জানুয়ারি ফের তিনি ঢাকায় এসে কয়েকটি নির্বাচনি আসনে গণসংযোগ ও জনসভায় বক্তব্য দেবেন।
এদিকে, ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি গণসংযোগ বৃহস্পতিবার বাদ জোহর কাপ্তান বাজার, সোহরাওয়ার্দী মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত হবে। এতে ড. আব্দুল মান্নানসহ স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

