শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে এনইউএসডিএফ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২০: ১৭

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের আগে দক্ষ করে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উদ্যোগের সঙ্গে নতুন করে যুক্ত হলো ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল্ড ডেভেলপমেন্ট ফোরাম-এনইউএসডিএফ।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম এবং এনইউএসডিএফের প্রেসিডেন্ট রিয়াজ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি অনুযায়ী এনইউএসডিএফ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের চাকরিভিত্তিক কর্মদক্ষতা বাড়াতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এআই, ইন্টারনেট অব থিংস-আইওটি, ডেটা সায়েন্স, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চ শিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা যাতে বেকার না থাকে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, বিওয়াইএলসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কোয়ালিশন ডেভেলপমেন্ট কমিউনিকেশন সোসাইটি এবং ইউনিসেফ বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। এখন এর সাথে যুক্ত হলো এনইউএসডিএফ।

প্রফেসর আমানুল্লাহ বলেন, এনইউএসডিএফকে কাজ করতে হবে রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে। এ সকল প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কর্মদক্ষতার ওপর প্রশিক্ষণ দিতে হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কাজে এনইউএসডিএফকে সহায়তা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে এনইউএসডিএফের কার্যক্রমে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার গৌতম বড়ুয়া, ইউনিসেফ বাংলাদেশের কনসালটেন্ট ইস্তানুল কবীর, এনইউএসডিএফের ভাইস প্রেসিডেন্ট জাহিদুল হোসাইন এবং জেনারেল সেক্রেটারি তাফহীম আউয়াল মজুমদার প্রিসিলা উপস্থিত ছিলেন।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত