ঢাবিতে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৩: ১৪

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় মে মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। বর্তমানে বিভিন্ন রুটে ৪টি গাড়ি চলাচল করছে। সর্বনিম্ন ভাড়া ১০ এবং সর্বোচ্চ ২০ টাকা।

বিজ্ঞাপন

ঢাবির এক শিক্ষার্থী বলেন, ‘বৈদ্যুতিক শাটল গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাইরের কেউ এই গাড়ি ব্যবহার করতে পারবে না।’

শিক্ষার্থীদের মতে, এই গাড়িটি যাতায়াতের ক্ষেত্রে বেশ আরামদায়ক। একইসাথে, ক্যাম্পাসে এই গাড়িতে যাতায়াত করে তারা নিরাপদ অনুভব করছেন।

প্রতি গাড়িতে ১২ থেকে ১৪ জন বসতে পারেন। চালক ও যাত্রীদের সহযোগিতায় গাড়িতে একজন স্বেচ্ছাসেবকও থাকছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্বেচ্ছাসেবকরা ৩ ঘণ্টার শিফটে কাজ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, ‘স্বপ্রণোদিতভাবে সংগঠনটি নিজস্ব উদ্যোগে কাজটি করে যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনো ফর্মালি এটিকে লঞ্চ করা হয়নি। শিক্ষার্থীরা শাটল গাড়ির জন্য দাবি করছিল, সেটি দেয়া হয়েছে। এখন যদি শিক্ষার্থীরা শাটল গাড়ির সংখ্যা বাড়ানোর বিষয়ে আরো দাবি করে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে শিক্ষার্থীদের জন্য যা ভালো হবে, সেটাই ব্যবস্থা নেবেন।’

গ্রিন ফিউচার ফাউন্ডেশনের গণসংযোগ কর্মকর্তা সাইফ জাওয়াদ সামি বলেন, ‘আমরা যখন গাড়ি পরিচালনা করেছি, তখন শিক্ষার্থীদের আরো দাবি ছিল যাতে গাড়ির সংখ্যা বাড়ানো হয়। সুতরাং বৈদ্যুতিক গাড়ির বিষয়ে শিক্ষার্থীরা ইতিবাচক সাড়া দিচ্ছেন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত