সাজিদ হত্যা: সিসিটিভি ফুটেজ গায়েবের প্রতিবাদ

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২০: ৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের রাতে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যা ৬টায় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ১৭৫ একরের ছোট্ট একটা ক্যাম্পাসে একজন শিক্ষার্থী খুন হয়েছে এটা অত্যন্ত লজ্জার। এই সামান্য একটা ক্যাম্পাসে খুন হয়ে গেছে অথচ আজকে ১৮ দিন হয়ে গেলেও এর প্রকৃত ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে ১৬ তারিখে হঠাৎ করেই ওই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে আইসিটি সেল থেকে গায়েব হয়ে গেল। এটা স্পষ্টভাবে ইঙ্গিত করেছে যে প্রভাব বিস্তারকারী কেউ না কেউ এর পেছনে আছে। নিশ্চিত ভাবেই ক্ষমতাধর কারো প্রভাবে এটি করা হয়েছে এবং প্রশাসন কতটা অবহেলার সাথে এটা মেইনটেইন করছে তা বলতে বাকি নেই।

সায়েম আহমেদ বলেন, শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আপনারা বললেন যে ১৬ তারিখের বিকেল ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ আপনারা পান নাই, আপনাদের কি লজ্জা করল না? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব স্বকীয়তায় কাজ করতে পারছে কি না সে বিষয়ে আমাদের সন্দেহ হয়।

এসময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি, আইসিটি সেল এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা প্রশাসন এই বিষয়ে স্পষ্ট বিবৃতি না দিলে আইসিটি সেল ঘেরাও করার হুশিয়ারি দেন।

এদিকে এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ফুটেজ গায়েব হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সিসিটিভির সব ফুটেজ আছে, তবে হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সিস্টেমে কোন ডেটা লস নাই। টেকনিক্যাল প্রবলেম বা সফটওয়্যারের সমস্যার কারণে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির ফুটেজে কোন সমস্যা হয়ে থাকতে পারে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত