প্রতিনিধি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের রাতে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা ৬টায় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ১৭৫ একরের ছোট্ট একটা ক্যাম্পাসে একজন শিক্ষার্থী খুন হয়েছে এটা অত্যন্ত লজ্জার। এই সামান্য একটা ক্যাম্পাসে খুন হয়ে গেছে অথচ আজকে ১৮ দিন হয়ে গেলেও এর প্রকৃত ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে ১৬ তারিখে হঠাৎ করেই ওই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে আইসিটি সেল থেকে গায়েব হয়ে গেল। এটা স্পষ্টভাবে ইঙ্গিত করেছে যে প্রভাব বিস্তারকারী কেউ না কেউ এর পেছনে আছে। নিশ্চিত ভাবেই ক্ষমতাধর কারো প্রভাবে এটি করা হয়েছে এবং প্রশাসন কতটা অবহেলার সাথে এটা মেইনটেইন করছে তা বলতে বাকি নেই।
সায়েম আহমেদ বলেন, শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আপনারা বললেন যে ১৬ তারিখের বিকেল ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ আপনারা পান নাই, আপনাদের কি লজ্জা করল না? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব স্বকীয়তায় কাজ করতে পারছে কি না সে বিষয়ে আমাদের সন্দেহ হয়।
এসময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি, আইসিটি সেল এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা প্রশাসন এই বিষয়ে স্পষ্ট বিবৃতি না দিলে আইসিটি সেল ঘেরাও করার হুশিয়ারি দেন।
এদিকে এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ফুটেজ গায়েব হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সিসিটিভির সব ফুটেজ আছে, তবে হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সিস্টেমে কোন ডেটা লস নাই। টেকনিক্যাল প্রবলেম বা সফটওয়্যারের সমস্যার কারণে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির ফুটেজে কোন সমস্যা হয়ে থাকতে পারে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের রাতে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা ৬টায় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ১৭৫ একরের ছোট্ট একটা ক্যাম্পাসে একজন শিক্ষার্থী খুন হয়েছে এটা অত্যন্ত লজ্জার। এই সামান্য একটা ক্যাম্পাসে খুন হয়ে গেছে অথচ আজকে ১৮ দিন হয়ে গেলেও এর প্রকৃত ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে ১৬ তারিখে হঠাৎ করেই ওই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে আইসিটি সেল থেকে গায়েব হয়ে গেল। এটা স্পষ্টভাবে ইঙ্গিত করেছে যে প্রভাব বিস্তারকারী কেউ না কেউ এর পেছনে আছে। নিশ্চিত ভাবেই ক্ষমতাধর কারো প্রভাবে এটি করা হয়েছে এবং প্রশাসন কতটা অবহেলার সাথে এটা মেইনটেইন করছে তা বলতে বাকি নেই।
সায়েম আহমেদ বলেন, শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আপনারা বললেন যে ১৬ তারিখের বিকেল ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ আপনারা পান নাই, আপনাদের কি লজ্জা করল না? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব স্বকীয়তায় কাজ করতে পারছে কি না সে বিষয়ে আমাদের সন্দেহ হয়।
এসময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি, আইসিটি সেল এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা প্রশাসন এই বিষয়ে স্পষ্ট বিবৃতি না দিলে আইসিটি সেল ঘেরাও করার হুশিয়ারি দেন।
এদিকে এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ফুটেজ গায়েব হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সিসিটিভির সব ফুটেজ আছে, তবে হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সিস্টেমে কোন ডেটা লস নাই। টেকনিক্যাল প্রবলেম বা সফটওয়্যারের সমস্যার কারণে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির ফুটেজে কোন সমস্যা হয়ে থাকতে পারে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৬ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে