৯৭ গবেষণা প্রকল্পে বরাদ্দ ৪ কোটি টাকা

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় পর্যাপ্ত সহায়তা প্রয়োজন: সিকৃবি ভিসি

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮: ২৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম (সাউরেস) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ‘প্রজেক্ট অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাউরেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবালের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব—ই—ইলাহী ও সাউথইস্ট ব্যংক পিএলসির এসএভিপি কাজী মো. ইরফান উল হক।

উল্লেখ্য, সাউরেস’র তত্ত্বাবধানে ইতোমধ্যে ৬৭৭টি গবেষণা প্রকল্প সমাপ্ত হয়েছে এবং ১০৫৭টি প্রকল্প চলমান রয়েছে।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে ৯৭টি গবেষণা কাজের জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত