ছাত্রশিবিরকে ধর্ষকের লালন-পালন বন্ধ করতে হবে: ইবি ছাত্রদল

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৩

আপনারা আপনাদের ছেলেদের থামান। ধর্ষনের পক্ষে কেউ অবস্থান নিবেন না, উল্লেখ্য করে ছাত্রশিবিরের নেতাকর্মীদের 'ধর্ষকের লালন পালন বন্ধ করার' আহবান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ফেসবুকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাহেদ আহম্মেদ বলেন, ‘গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে যে ছাত্রশিবির করে, নাম আলী হাসান। আমাদের একটি বোন ফাহমিদা আলম ছাত্রশিবিরের ডাকসু নির্বাচনের জি এস প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটের প্রতিবাদে আলী হাসান ফেসবুকে পোস্ট করেছে ফাহমিদাকে গণধর্ষণ করতে হবে। ছাত্রশিবিরকে এই ধর্ষকের লালন পালন বন্ধ করতে হবে। এদের লালন পালন করা যাবে না। ধর্ষণের রাজনীতি, অস্ত্রের রাজনীতি, দখলের রাজনীতি সারাদেশের কোথাও কোন ক্যাম্পাসে চলবে না ইনশাআল্লাহ। স্বাধীন দেশে একাত্তরের মতো গণধর্ষণ আমরা চাই না। ৫ আগষ্টের পর, আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই। যেখানে নিরাপদ ক্যাম্পাস থাকবে, যেখানে আমাদের ভাই বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে।’

মিছিলে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নির্দেশে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময় দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কোনো কমিটি নাই। হলের প্রতিটি রুমে ছাত্রলীগের স্টিকার লাগানো ছিল। ফ্যাসিস্ট হাসিনা পালানের পর কি এমন হলো যে আপনারা সবাই একদিনে ছাত্রশিবির হয়ে গেলেন। আপনারা ১৬ বছর ফ্যাসিবাদের সাথে ছিলেন। আপনারা ধর্ষণ করেছেন, হামলা মামলা দিয়ে মুক্তিকামী জনতাকে নির্যাতন করেছেন, আজকে আপনারা ছাত্রশিবির সেজেছেন। একাত্তরের সময়েও আপনারা স্বাধীনতা বিরোধী ছিলেন। আপনারা রাজাকার ছিলেন, আপনারা বাংলার মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। ইন্টেরিমকে বলতে চাই, এদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এছাড়া মিছিলে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহবায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিন, কর্মী রোকন, উল্লাস, স্বাক্ষর, তৌহিদ, আলামিন, মোহাম্মদ আলী, রেজাউল রাকিব'সহ শতাধিক নেতাকর্মী।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত