শাবিপ্রবিতে অবশেষে ভর্তির সুযোগ পাচ্ছে ৯৫ শিক্ষার্থী

প্রতিনিধি, শাবিপ্রবি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২: ৩৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবশেষে ভর্তির সুযোগ পাচ্ছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ৯৫ শিক্ষার্থী। রোববার (২২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, টেকনিক্যাল টিমের ভুলের কারণে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান) ৪০১ থেকে ৪৯৫ মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের কাছে বার্তা চলে যায়। অনেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করে আমাদের এখানে আসেন। সেই অনিচ্ছাকৃত হয়রানির জন্য আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তাদের ভর্তি নেয়া হবে।

তিনি আরও বলেন, আসন্ন গুচ্ছ ভর্তি শেষে একটি আশানুরূপ আসন ফাঁকা হবে। তখন তাদের আবার কল করা হবে এবং ভর্তি নিশ্চিত করা হবে। ইতোমধ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

এর আগে ভর্তি বিভ্রাটের বিষয়ে ছাত্র সংগঠন শাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ ভর্তি কমিটির সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দ্রুত ভর্তি ও পুনরায় কল করার দাবি জানান। এ সময় ভর্তি কমিটি তাদের আশ্বস্ত করে জানায়, নবীনবরণের আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবার ডেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, শাবিপ্রবি কর্তৃপক্ষ তৃতীয় পর্যায়ে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান) ৪০১-৪৯৫ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আহ্বান জানালেও হঠাৎ করে ভর্তির আগের দিন ওয়েবসাইটে ও মেসেজের মাধ্যমে তাদের বাতিল করে দেওয়া হয়। পরিবর্তে ‘বি’ ইউনিট (মানবিক) এর ৫৮১-৬৫০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। যা ভর্তিচ্ছুদের মধ্যে চরম বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত