মসজিদের খতিব অপহরণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, জাবি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৭: ৫০

লাগাতার ধর্ষণ-নিপীড়ন,উগ্র হিন্দুত্ববাদী অতৎপরতা ও টঙ্গীতে মসজিদের খতিবকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিলে শিক্ষার্থীদের ‘স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি’; ইসকনের কালহাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ব্যান ব্যান ইসকন প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন।

এসময় জাকসুর পরিবেশ সম্পাদক ও শাখা শিবির স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক শাফায়েত মীর বলেন, ইসকন দেশের মধ্যে গোপন তৎপরতার মাধ্যমে লাভ ট্র্যাপে ফেলে আমাদের মা বোনদের ধর্ষণ করছে। আমাদের রক্ত গরম, কিন্তু আমরা মাথা ঠান্ডা রেখেছি। যদি দেয়ালে ঠেকে যায় তাহলে আমাদের মাথা গরম হয়ে যাবে। তাই আমরা সরকারকে বলতে চাই আমাদের আইন হাতে তুলতে বাধ্য করবেন না। ইসকন ধর্মীয় সংগঠন হলে আমাদের কোন কথা নাই । রাজনৈতিক সংগঠন হলে তারা পরিচয় দিয়ে রাজনীতি করুক কিন্তু তারা যদি এদেশে বসে হিন্দুত্ববাদী মদি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে আমরা মেনে নিব না। আমরা অবিলম্বে ইসকনের এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ইন্টেরিম কার্যকর ব্যবস্থা না নিলে কোন ধরনের সহিংস ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে।

শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সিফাতুল্লাহ বলেন, চট্টগ্রামে উগ্রবাদী ইস্কনের হামলায় নিহত সাইফুল আমার ভাই, বুয়েটে শ্রীশান্তের নেশার ঘোরে ধর্ষণ করা মেয়েটি আমাদের বোন। আমরা সবাই সাইফুল। আমারা হচ্ছি সেসব ইমাম-খতিব যাদের ইসকন গুম করে ভারতীয় বর্ডারে ফেলে এসেছে। আমরা যদি এই উগ্রবাদী সংগঠনকে এখনি থামিয়ে দিতে না পারি, এখনই ব্যবস্থাগ্রহণ করতে ব্যর্থ হয় সরকার তাহলে অদূর ভবিষ্যতে এরা ঘোষণা দিয়েই আমাদের ইমাম-খতিবদের গুম করবে। ইসকনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবী।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক আনজুম শাহরিয়ার বলেন, ‘আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে, যারা আমাদের ঈমানের শিক্ষা দেয় সেই ইমামদের বলে বলে গুম করা হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ ধর্ষিতাকে দোষী সাব্যস্ত করে অফিসিয়াল বিবৃতি দিচ্ছে।আমরা ব। আমরা চাই, আমাদের আবেগ নিয়ে খেলবেন না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না। গতবছর ইসকন নামের হিন্দুত্ববাদী সংগঠন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল, এক বছর পার হয়ে গেলেও আমরা ভাই হত্যার বিচার এখনো পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আমাদের মা বোনদের নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত