ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা: ময়নাতদন্তে নিশ্চিত

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৯: ৩৯
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯: ৪৮
ইবির পুকুর থেকে উদ্ধার হওয়া সাজিদকে হত্যা করার রিপোর্ট প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে।

রোববার (৩ আগস্ট) ময়নাতদন্তের রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে হস্তান্তর করে পুলিশ। তদন্তের রিপোর্ট অনুযায়ী, সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ময়নাতদন্তের ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

১৭ জুলাই শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে তার লাশ উদ্ধারের পর থেকে এটি হত্যাকাণ্ড ছিল বলে সন্দেহ করে আসছিল তার পরিবার , সহপাঠী ও বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, লাশ উদ্ধারের পর থেকেই শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর থেকেই তারা অভিযোগ করে আসছিলেন, সাজিদের মৃত্যু স্বাভাবিক নয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এর আগে ২৯ জুলাই সাজিদ হত্যার বিচার হবেই আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি সামান্যভাবেও এটাকে ছেড়ে দেবো না। আমরা এর শেষ দেখতে চাই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত