প্রতিনিধি, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ মোমিন খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী গৌরাঙ্গ দাস।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর)সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবেয়া আক্তার বহ্নি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মাঈন উদ্দিন আহমেদ এ.কে. আজাদ ও মুসফিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক তাসরিন ফারহানা তিতাস, দপ্তর সম্পাদক ফেরদৌসী ফ্লোরা, কোষাধ্যক্ষ ইরতেজা তাসনিম, পাঠচক্র সম্পাদক সাগর উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিহাব সরকার, সাহিত্য সম্পাদক শাহীন ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক অনিক চন্দ্র, পাঠাগার সম্পাদক বায়জিদ আহমেদ কল্লোল এবং প্রকাশনা সম্পাদক মুহাইমিন আহমেদ।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ, মেহেজাবিন মাইশা, তাসনীম তাবাসসুম, তাহরিকা সালমা, টুনকু ত্রিপুরা ও দিগন্ত হালদার।
সংগঠন সূত্রে জানা গেছে, পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্যদের মধ্য থেকে আরও ১০ জন কার্যকরী সদস্য মনোনীত করা হবে।
সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, “বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা এখন প্রায় হারিয়ে গেছে। আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের মাধ্যমে সেই চর্চাকে নতুন প্রাণ দিতে। এখানে অনেকেই লেখেন বা সাহিত্যপ্রেমী, কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে তাদের মেধা বিকশিত হয় না। সাহিত্য সংসদ সেই জায়গাটা তৈরি করবে। সবার ভেতরের সাহিত্যিক সত্তাকে জাগিয়ে তুলবে।”
নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ মোমিন খান বলেন, “সাহিত্যের আলোয় আলোকিত এই সংসদের নেতৃত্ব পাওয়া যেন এক নতুন ভোরের আহ্বান। শব্দের বীজ বুনে সাহিত্যের ফসল ফলানোর এই যাত্রায় আমি প্রত্যেক সহযাত্রীর হাত চাই। জগন্নাথের অনেক শিক্ষার্থীই দেশবরেণ্য সাহিত্যিক ছিলেন যারা সাহিত্যে অনেক বড় অবদান রেখেছে। আমরা সেই ধারা আবার শুরু করতে চাই।”
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে আসছে। নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা ও নানামাত্রিক আয়োজনের মাধ্যমে তরুণ লেখক তৈরির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ মোমিন খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী গৌরাঙ্গ দাস।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর)সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবেয়া আক্তার বহ্নি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মাঈন উদ্দিন আহমেদ এ.কে. আজাদ ও মুসফিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক তাসরিন ফারহানা তিতাস, দপ্তর সম্পাদক ফেরদৌসী ফ্লোরা, কোষাধ্যক্ষ ইরতেজা তাসনিম, পাঠচক্র সম্পাদক সাগর উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিহাব সরকার, সাহিত্য সম্পাদক শাহীন ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক অনিক চন্দ্র, পাঠাগার সম্পাদক বায়জিদ আহমেদ কল্লোল এবং প্রকাশনা সম্পাদক মুহাইমিন আহমেদ।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ, মেহেজাবিন মাইশা, তাসনীম তাবাসসুম, তাহরিকা সালমা, টুনকু ত্রিপুরা ও দিগন্ত হালদার।
সংগঠন সূত্রে জানা গেছে, পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্যদের মধ্য থেকে আরও ১০ জন কার্যকরী সদস্য মনোনীত করা হবে।
সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, “বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা এখন প্রায় হারিয়ে গেছে। আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের মাধ্যমে সেই চর্চাকে নতুন প্রাণ দিতে। এখানে অনেকেই লেখেন বা সাহিত্যপ্রেমী, কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে তাদের মেধা বিকশিত হয় না। সাহিত্য সংসদ সেই জায়গাটা তৈরি করবে। সবার ভেতরের সাহিত্যিক সত্তাকে জাগিয়ে তুলবে।”
নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ মোমিন খান বলেন, “সাহিত্যের আলোয় আলোকিত এই সংসদের নেতৃত্ব পাওয়া যেন এক নতুন ভোরের আহ্বান। শব্দের বীজ বুনে সাহিত্যের ফসল ফলানোর এই যাত্রায় আমি প্রত্যেক সহযাত্রীর হাত চাই। জগন্নাথের অনেক শিক্ষার্থীই দেশবরেণ্য সাহিত্যিক ছিলেন যারা সাহিত্যে অনেক বড় অবদান রেখেছে। আমরা সেই ধারা আবার শুরু করতে চাই।”
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে আসছে। নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা ও নানামাত্রিক আয়োজনের মাধ্যমে তরুণ লেখক তৈরির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৫ ঘণ্টা আগে