আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া বিষয়ে ছয় হাজার মতামত জমা

স্টাফ রিপোর্টার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া বিষয়ে ছয় হাজার মতামত জমা

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ এর খসড়া বিষয়ে মতামত গ্রহণ শেষ হয়েছে। এতে ছয় হাজারের বেশি মতামত পাওয়া গেছে। এসব মতামতের ভিত্তিতে শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া বিষয়ে অংশীজনসহ সর্বসাধারণের মতামত গ্রহণের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর তা প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত এটি উন্মুক্ত ছিল। এসময়ের মধ্যে ছয় হাজারের বেশি মতামত জমা পড়ে।

খালিদ মাহমুদ জানান, বর্তমানে প্রাপ্ত মতামতগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। ওই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সঙ্গে শিগগিরই ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।

অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সবার মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। অংশীজনের গঠনমূলক ও প্রতিনিধিত্বশীল মতামতের ভিত্তিতে এবং বিধিসম্মত প্রক্রিয়ায় খসড়া পর্যালোচনা, বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সর্বোপরি শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করার উপযোগী ও বাস্তবসম্মত অধ্যাদেশ প্রণয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

কনসালটেশান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন