সাইবার বুলিংয়ের ঘটনায় সাদা দলের নিন্দা

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’।

মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ভয়-ভীতি প্রদর্শন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এটি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাম্য নয়।

তারা আরো বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে সাইবার বুলিং অব্যাহত রয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের অপরাধ বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বিবৃতিতে সাদা দলের পক্ষ থেকে অবিলম্বে হুমকিদাতা ও নারী শিক্ষার্থীদের অবমাননাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসন সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত