প্রতিনিধি, জবি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সহ সভাপতি মোফাসসেল হোসেন শৈকত ফেসবুক পোস্টে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, অনেক আগেই সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।
শৈকত লেখেন, ‘একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কোনো অফিসিয়াল ইনভলভমেন্ট নেই। অনেক আগেই এ শাখার কার্যক্রম থেকে আমি ডিটেইচড হয়েছি।’
তার পোস্ট থেকে জানা যায়, সংগঠনের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতা এবং পরিচালনায় অনিয়ম থাকায় তিনি পদত্যাগ করেছেন। তিনি উল্লেখ করেন, জবি শাখায় নেতাদের আনুগত্য বা ‘চেইন অব কমান্ড’-এর অবস্থা দুর্বল। এভাবে চলতে থাকলে সংগঠনের জন্য সামনে এগোনো কঠিন হয়ে পড়বে।
শৈকত লেখেন, ‘ইসলামী সংগঠনের যেকোনো কাজ কনসালটেশন বেইজড হওয়ার কথা হলেও যখন অন্যদের মতামত নেয়া হয় না, এককভাবে সিদ্ধান্ত নেয়া হয়—সেক্ষেত্রে সংকটে পাশে কাউকে পাওয়া যায় না। এটা সংগঠনের জন্য অশুভ।’
তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পালন করতে সময় দিতে না পারা, ব্যক্তিগত ও পারিবারিক ট্র্যাজেডি, এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়টি তাকে পদত্যাগে বাধ্য করেছে। ‘দায়িত্ব গ্রহণের সময় যে শপথ পড়ানো হয়, তার যথাযথ প্রয়োগ আমার দ্বারা সম্ভব হয়নি।’
শৈকত জানান, সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি সংগঠনের সদস্য হন এবং ধাপে ধাপে ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে থানার সেক্রেটারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সেশনে থানার সেক্রেটারি ছিলেন তিনি। সংগঠনের সঙ্গে তার আবেগী সম্পর্ক সারাজীবন থেকে যাবে বলেও মন্তব্য করেন।
জকসু নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন ও চাপের মুখে তিনি এ পোস্ট দিতে বাধ্য হয়েছেন বলেও জানান। ‘দয়া করে জকসুর প্যানেল বা পরিকল্পনা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, যারা সক্রিয় আছেন তাদেরকেই জিজ্ঞাসা করবেন।’
সবশেষে তিনি সংগঠনটির ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে লেখেন, ‘সংগঠন সামনে এগিয়ে যাক, আরও শক্তিশালী হোক। ভুল আমাদের সবারই হতে পারে। কিন্তু ভুলগুলো রেক্টিফাই করতে পারলে ভবিষ্যৎ আরও সুন্দর হবে।’
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সহ সভাপতি মোফাসসেল হোসেন শৈকত ফেসবুক পোস্টে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, অনেক আগেই সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।
শৈকত লেখেন, ‘একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কোনো অফিসিয়াল ইনভলভমেন্ট নেই। অনেক আগেই এ শাখার কার্যক্রম থেকে আমি ডিটেইচড হয়েছি।’
তার পোস্ট থেকে জানা যায়, সংগঠনের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতা এবং পরিচালনায় অনিয়ম থাকায় তিনি পদত্যাগ করেছেন। তিনি উল্লেখ করেন, জবি শাখায় নেতাদের আনুগত্য বা ‘চেইন অব কমান্ড’-এর অবস্থা দুর্বল। এভাবে চলতে থাকলে সংগঠনের জন্য সামনে এগোনো কঠিন হয়ে পড়বে।
শৈকত লেখেন, ‘ইসলামী সংগঠনের যেকোনো কাজ কনসালটেশন বেইজড হওয়ার কথা হলেও যখন অন্যদের মতামত নেয়া হয় না, এককভাবে সিদ্ধান্ত নেয়া হয়—সেক্ষেত্রে সংকটে পাশে কাউকে পাওয়া যায় না। এটা সংগঠনের জন্য অশুভ।’
তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পালন করতে সময় দিতে না পারা, ব্যক্তিগত ও পারিবারিক ট্র্যাজেডি, এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়টি তাকে পদত্যাগে বাধ্য করেছে। ‘দায়িত্ব গ্রহণের সময় যে শপথ পড়ানো হয়, তার যথাযথ প্রয়োগ আমার দ্বারা সম্ভব হয়নি।’
শৈকত জানান, সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি সংগঠনের সদস্য হন এবং ধাপে ধাপে ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে থানার সেক্রেটারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সেশনে থানার সেক্রেটারি ছিলেন তিনি। সংগঠনের সঙ্গে তার আবেগী সম্পর্ক সারাজীবন থেকে যাবে বলেও মন্তব্য করেন।
জকসু নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন ও চাপের মুখে তিনি এ পোস্ট দিতে বাধ্য হয়েছেন বলেও জানান। ‘দয়া করে জকসুর প্যানেল বা পরিকল্পনা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, যারা সক্রিয় আছেন তাদেরকেই জিজ্ঞাসা করবেন।’
সবশেষে তিনি সংগঠনটির ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে লেখেন, ‘সংগঠন সামনে এগিয়ে যাক, আরও শক্তিশালী হোক। ভুল আমাদের সবারই হতে পারে। কিন্তু ভুলগুলো রেক্টিফাই করতে পারলে ভবিষ্যৎ আরও সুন্দর হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৪ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৪ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৫ ঘণ্টা আগে