আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্দোলনে হামলা: জাবিতে আজীবন বহিষ্কার ৬৪, সনদ বাতিল ৭৩ জনের

প্রতিনিধি, জাবি
আন্দোলনে হামলা: জাবিতে আজীবন বহিষ্কার ৬৪, সনদ বাতিল ৭৩ জনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব শেষ হওয়া ৭৩ জন নেতার সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


গতকাল সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় হামলায় জড়িতদের চূড়ান্ত বিচারের ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন


ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী।

অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছরের, ৮ জনকে ১ বছরের জন্য ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।


এছাড়াও অভিযুক্ত সাবেক ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল ও ৬ জনের সনদ ২ বছরের জন্য সনদ স্থগিত করা হয়েছে এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বলে তিনি ব্রিফিংয়ে বলেন। 


এছাড়াও হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী ও হামলার পরিকল্পনায় জড়িতদের ও ক্যাম্পাসে আগত পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বহির্ভূত বিধায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) পাঠানো হবে বলেও উপাচার্য জানান।
উল্লেখ্য এর আগে হামলায় অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত ও সনদ স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন