জুবায়েদ হত্যার বিচারের অগ্রগতি না হলে কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিনিধি, জবি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৮: ৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতি না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিচারিক অগ্রগতি না হলে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

সোমবার ভাষা শহীদ রফিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যদি জুবায়েদ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার কাঙ্ক্ষিত অগ্রগতি না হয়, তবে মঙ্গলবার আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করবো। সেখান থেকে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

অধ্যাপক রইছ উদ্দিন আরও বলেন, আমরা ব্লকেড বা অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে চাই না। তবে আমাদের কাছে জুবায়েদ হত্যার বিচার নিশ্চিত করা আরও জরুরি। পড়ালেখার জন্য বাবা-মা তাদের সন্তানকে আমাদের কাছে পাঠিয়েছেন, কিন্তু আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না এটা অত্যন্ত বেদনাদায়ক।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তিনি বলেন, আমরা চাই প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হোক। গত এক মাসে ঢাকায় ছাত্রদলের চারজনকে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই যে-ই হোক না কেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আমরা সবাই এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, “ইনসাফের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আপনাদের চোখে অনেকেই অপরাধী, কিন্তু আমাদের কাজ হলো প্রকৃত অপরাধীকে শনাক্ত করা। আমরা ইতিমধ্যে মূল ঘটনা উদঘাটন করেছি। বিশ্বাস রাখুন, আগামীকাল সকাল ১০টার আগেই আমরা সুসংবাদ দিতে পারবো।”

গত শনিবার পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। তার মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত