শিক্ষা ক্যাডারে বাংলা-ভাষাবিজ্ঞান একীভূতকরণে জবিতে বিক্ষোভ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২০: ৩০
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২০: ৪৯

বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে একীভূত করে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়ার পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শান্ত্ব চত্বরে ‌‘বাংলা বিভাগের সাধারণ শিক্ষার্থীদের’ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা ভাষা শহীদ রফিক ভবনের সামনে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রফিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত্ব চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘পিএসসির অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এমন বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভাষাবিজ্ঞান ও বাংলা বিভাগকে এক করা সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা থাকা সত্ত্বেও পিএসসি কীভাবে বাংলাকে আলাদা না রেখে একীভূত করে তার ব্যাখ্যা দিতে হবে। বাংলা একীভূত না করে ভাষাবিজ্ঞানকে আলাদা করা হোক।

তারা আরো দাবি জানান, অনতিবিলম্বে বিসিএসের শিক্ষা ক্যাডারসহ সব সরকারি চাকরিতে বাংলা বিভাগের জন্য আলাদা পদ সংরক্ষণ করতে হবে।

বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা সারাবছর বাংলা সাহিত্য পড়ি—বাংলা বিষয়ে নতুন কোনো প্রহসনমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। অন্যথায় সারাদেশের বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সমাবেশে আরেক শিক্ষার্থী এসএম মুন্না বলেন, ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম সরকার শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। ভাষাবিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে বৈষম্যের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত