জাকসু নির্বাচনে মোতায়েন থাকবে ১২ শতাধিক পুলিশ

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৪
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪২

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদ নির্বাচন। আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ১২ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

তিনি এ সময় বলেন, আমরা ক্যাম্পাসকে তিনটি জোনে বিভক্ত করবো। ক্যাম্পাসের নিরাপত্তার কথা বিবেচনায় ১২ শতাধিক পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও পুলিশ কাজ করবে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত