জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। কেন্দ্রীয় ও হল মিলিয়ে মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের বিভিন্ন পদে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর হল শিক্ষার্থী সংসদে জমা পড়েছে ৩৮টি মনোনয়ন।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট আঞ্জুমান আরা বলেন, হল সংসদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে। জমা দেওয়া ৩৮টি ফরমের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হতে পারে, কারণ তার নাম ভোটার তালিকায় নেই। প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আগামী রোববার।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর বাছাই অনুষ্ঠিত হবে এবং ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে ২৭ ও ৩০ নভেম্বর। এরপর ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর। ৯ ডিসেম্বর প্রত্যাহারকারীদের তালিকা প্রকাশের পর থেকেই যোগ্য প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, আর ফলাফল ঘোষণা করা হবে সেদিনই বা পরের দিন।

