ডাকসু নির্বাচন

নজরুলের কবর জিয়ারত করে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৭: ৫৫

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ” (ইয়াসিন-মারজান-আলাউদ্দিন প্যানেল) এর আসন্ন ডাকসু নির্বাচননের প্রচারনা কার্যক্রমের প্রথম দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ২৬ আগস্ট ) সকাল দশটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে সচেতন শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে।

সচেতন শিক্ষার্থী সংসের জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজান বলেন, আমরা ফ্যাসিবাদ আমলে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত বিভিন্ন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে আমাদের পথচলা এবং কার্যক্রম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে ছিল। আসন্ন ডাকসু নির্বাচনে বিজয়ী হলে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমাদের শিক্ষার্থী দের কল্যাণে কাজ করতে আরো সহজ এবং সাবলীল হবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, অপরাজনীতি ও ভয়ের সংস্কৃতির ঊর্ধ্বে উঠে আমরা গবেষণা মুখী, শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস বিনির্মাণে কাজ করতে চাই। আমাদের অতীত কার্যক্রমের ধারাবাহিকতা ছাত্রদের জানা আছে যে আমরা কখনো শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজের সাথে জড়িত হই না। এটাই আমাদের শক্তি ও সাহস সঞ্চার করছে।

এজিএস পদপ্রার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দায়সারা ভাবে নির্বাচন হবে না এমনটাই আমর প্রত্যাশা করি। আর সেজন্য প্রয়োজন নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। বিগত কিছু দিনে অনেক গুলো আচরণ বিধি লঙ্ঘনকারী কার্যক্রম চলা সত্ত্বেও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এটা আমাদেরকে হতাশ করছে। এবং আশঙ্কা জাগাচ্ছে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে। আমরা এর নিন্দা জানাচ্ছি সাথে সাথে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও কঠোর হওয়ার অনুরোধ জানাচ্ছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত