জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবু হানিফ খন্দকারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ খন্দকার রোববার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

রোববার দুপুর বেলা দেড়টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আড়ায়টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আবু হানিফ খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম আমানুল্লাহ। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক বাণীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর টঙ্গী পশ্চিম থানার সদস্য (রুকন) আবু হানিফ খন্দকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, আবু হানিফ খন্দকারের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত