পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার শিক্ষক আ. কুদ্দুস স্মরণে দোয়া অনুষ্ঠান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৯: ০৮
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৯: ৩২

রংপুরের পীরগাছায় পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও অসংখ্য আলেমদের ওস্তাদ মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাদরাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা আবু সুফিয়ান সুজনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হাদী, মাদ্রাসা সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, লুৎফর রহমান, সহকারী মৌলভী মোহাম্মদ হোসেন, স্বচাষ তালতলা মাদ্রাসার সহসুপার মাওলানা ইলিয়াস আলী, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, মরহুমের ছেলে মাওলানা হেলাল উদ্দিন, ডা. আবু সাঈদ ও মো. ইলিয়াস।

আলোচনা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল।

বক্তারা তার সম্পর্কে স্মৃতিচালন করতে গিয়ে বলেন, মাওলানা আব্দুল কুদ্দুস সবসময় হালাল রিযিক গ্রহণ, পবিত্র অবস্থায় থাকা, দিনেরাতে প্রচুর নামায আদায় করতেন। তার অসিয়ত ছিল- মাজলুম হও, জালিম হইও না।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুস গত ১৯ আগস্ট তার নিজবাড়ীতে ইন্তেকাল করেন। তিনি ২০১৮ সালে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসা থেকে অবসরে যান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত