আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাবি ছাত্র ইউনিয়ন সমর্থিত প্রার্থী সরন এহসানের

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়নি

প্রতিনিধি, জাবি
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়নি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়েছে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি সঠিক নয় বলে দাবি করেছেন ছাত্র ইউনিয়ন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সরন এহসান।

বিজ্ঞাপন

সরন এহসান আমার দেশকে বলেন, আমরা অমর্ত্য রায়ের প্রার্থীতা ফেরত পেতে রিট করার প্রস্তুতি নিয়েছি। এর আগের লিগ্যাল নোটিশ ধরে আমরা রিট করব। এখনো রিট করিনি।

বিভিন্ন সংবাদ মাধ্যমে অমর্ত্য রায় জাকসু স্থগিত চেয়ে রিট করেছেন এমন খবর ছড়িয়ে পরেছে যা সত্য নয়। আমরা কেবল প্রার্থীতা ফেরত পেতে রিট করব।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাকসু গণতন্ত্র ৪ ও ৮ ধারার শর্ত পূরণ না করায় অমর্ত্য রায়ের প্রার্থীতা বাতিল করে কমিশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন