কবি ও জ্যোতির্বিদ ওমর খৈয়াম

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৩: ২৬

গিয়াসউদ্দিন আবুল‌ ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরি ছিলেন একজন ইরানি কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। ১০৪৮ সালের ১৮ মে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর যুবা বয়সে তিনি সমরখন্দে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন।

এরপর বুখারায় প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তার লিখিত বীজগণিতের গুরুত্বপূর্ণ বইতে তিনি ত্রিঘাত সমীকরণ সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেন। এই পদ্ধতিতে একটি পরাবৃত্তকে বৃত্তের ছেদক বানিয়ে ত্রিঘাত সমীকরণের সমাধান করা হয়। ইসলামি বর্ষপঞ্জি সংস্কারেও তার অবদান রয়েছে।

বিজ্ঞাপন

ওমর খৈয়াম তার কবিতা সমগ্র ‘ওমর খৈয়ামের রুবাইয়াত’-এর জন্য বিখ্যাত। তিনি গণিতের দ্বিপদী উপপাদ্য উদ্ভাবন করেন এবং তিনিই প্রথম বীজগণিতে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন।

ওমর খৈয়ামের বাবা ছিলেন মৃৎশিল্পী ও তাঁবুর কারিগর । জীবনের পুরো সময় ওমর তার সব কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। দিনের বেলায় জ্যামিতি ও বীজগণিত পড়ানো, সন্ধ্যায় সুলতান মালিক শাহের দরবারে পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জালালি বর্ষপঞ্জি সংশোধনের কাজে ব্যস্ত থাকতেন! তিনি তিন দশক ধরে নিশাপুরে শিক্ষকতা করেছেন।

গণিতচর্চা : ইসলামি সভ্যতার সোনালি যুগে বীজগণিতের যেসব উপপাদ্য ও জ্যোতির্বিদ্যার তত্ত্ব ওমর খৈয়াম দিয়ে গেছেন, সেগুলো এখনো গণিত ও মহাকাশ গবেষণায় যথাযথ সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি পরাবৃত্ত ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। এ ছাড়া তিনি দ্বিপদী রাশিমালার বিস্তার করেন। তার একটি বড় অবদান হলো ইউক্লিডের সমান্তরাল স্বীকার্যের সমালোচনা, যা পরবর্তী সময়ে অ-ইউক্লিডীয় জ্যামিতির সূচনা করে।

ওমর খৈয়ামের বই ‘মাকালাত ফি আল জাবর্ আল মুকাবিলা’ ১০৭০ সালে প্রকাশিত হয়। এই বইতে তিনি ঘাত হিসেবে সমীকরণের শ্রেণীকরণ এবং দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলি লিপিবদ্ধ করেন। তিনি কোনিক সেকশনের বিভিন্ন ছেদকের সাহায্যে নানারকম ত্রিঘাত সমীকরণ সমাধান করেন।

জ্যোতির্বিদ্যা : সেলজুকের বাদশাহ মালিক শাহ ১০৭৩ সালে কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে ওমর খৈয়ামকেও একটি মানমিন্দর নির্মাণের জন্য আমন্ত্রণ জানান । ওমর তখন অত্যন্ত সফলভাবে (দশমিকের পর ছয় ঘর পর্যন্ত) সৌর বছরের দৈর্ঘ্য পরিমাপ করেন। তার হিসাবে এটি ছিল ৩৬৫.২৪২১৯৮৫৮১৫৬ দিন। এই ক্যালেন্ডারের হিসাবে প্রতি ৫ হাজার ৫০০ বছরে এক ঘণ্টার গরমিল হয়ে থাকে। আমরা যে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করি তাতে প্রতি ৩ হাজার ৩০০ বছরে এক দিন গোলমাল হয়ে থাকে। কীভাবে পারস্য পঞ্জিকা সংশোধন করতে হবে তাও তিনি হিসাব করেন। এ ছাড়া তিনি একটি তারাচিত্রও তৈরি করেন।

রুবাই : ওমর খৈয়ামের ‘রুবাই’ প্রথম ইংরেজিতে অনূদিত হয় ১৮৫৯ সালে। অনুবাদ করেন এডওয়ার্ড ফিটজেরাল্ড। এই অনুবাদ গ্রন্থ অবলম্বনে ওমর খৈয়াম সম্পর্কে বিভিন্ন দেশে হাজার হাজার প্রবন্ধ ও গ্রন্থ রচিত হয়েছে। ফারসি কাব্যজগতে ওমর খৈয়াম এক বিশেষ চিন্তাধারার পথিকৃৎ। তিনি ৮৩ বছর বয়সে ১১৩১ সালের ৪ ডিসেম্বর নিশাপুরে মৃত্যুবরণ করেন।

বিষয়:

কবি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত