এইচএমপি ভাইরাস মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ নয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪: ৪৪

এইচএমপি ভাইরাসে কারো মৃত্যুর কারণ বা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অসুস্থ এবং শিশু ও বয়স্কের বড় ধরনের সভা-সমাবেশে গেলে মাস্ক পরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর উপস্থিত ছিলেন।

ঢাকায় একটি হাসপাতালে এ ভাইরাসে আক্রান্ত একজন নারীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ডা. সায়েদুর রহমান বলেন, ওই নারী বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন। পাশাপাশি এ ভাইরাসের উপস্থিতি তার শরীরে ছিলো। কাজেই এ ভাইরাসে তার মৃত্যু হয়েছে, এটা বলা যাবে না। তবে আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি।

বিশ্বস্বাস্থ সংস্থা কিংবা কোনো দেশই এ ভাইরাসের বিষয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি। এ ভাইরাস অন্যান্য মৌসুমি ভাইরাসের মতোই একটি সাধারণ ভাইরাস।

এইচএমপিভি ভাইরাসে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সানজু নামে যেই রোগী ভর্তি ছিলেন তিনি গতকাল সন্ধ্যায় মারা গিয়েছেন। এই রোগী নিউমোনিয়াসহ মাল্টি অর্গান রোগে ভুগছিলেন। যিনি একমাস আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে, তিনি এই ভাইরাসে আক্রান্ত ছিলেন। এ এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান।

তিনি বলেন, শুধুমাত্র এইচএমপিভি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বিশ্বব্যাপি ঘটেনি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার জনে একজন মারা যেতে পারে বলে বলা হয়ে থাকে।

শুধুমাত্র সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা যাবে।

পাঁচ বছরের নীচের শিশু এবং ৬৫ বছরের উপরে বয়স্কদের এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত