এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১: ৩৮

হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী মারা গেছেন। গতকাল বুধবার রাত ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুল বাশার বলেন, বুধবার রাত ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে এইচএমপিভি

ভাইরাসের কারণে মারা গেছে বলে মনে হচ্ছেনা। তার অন্য জটিলতা থাকায় সমস্যা হচ্ছিল। রক্তক্ষরণ ছিল, শরীর স্থুল হওয়ায় ভেন্টিলেটর থেকে ওঠানো যাচ্ছিল না।

মৃত্যু পর্যালোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটি আমরা বলতে পারিনা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফ করতে পারে। ডেথ রিভিউ হবে কিনা তারাই বলতে পারবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত