আমার দেশ-এর সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হসপিটাল লি. এর মেডিকেল সার্ভিস অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের ফলে আমার দেশ-এর সাংবাদিক-কর্মচারীরা হ্রাসকৃত মূল্যে ইনসাফ বারাকাহর বিভিন্ন ধরনের সেবা পাবেন।
আমার দেশ কার্যালয়ে শনিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সম্পাদক মাহমুদুর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ইনসাফ বারাকাহর পক্ষে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. ফখরুল ইসলাম ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন।
এ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ও বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, ইনসাফ বারাকাহর প্রফেসর ডা. রুহুল আমিন, ডা. মনির হোসেন, নজরুল ইসলাম শাওন, হোসেন মুহাম্মদ দুলাল, মনোয়ার হোসেন রানা ও আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

