আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ভর্তি পৌঁছেছে অর্ধলক্ষে

স্টাফ রিপোর্টার
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ভর্তি পৌঁছেছে অর্ধলক্ষে

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৯ জন। যা চলতি বছর একদিনে মৃত্যুতে দ্বিতীয় সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি করা হয়েছেন ১ হাজার ৪২ জন। ইতোমধ্যে ভর্তি রোগীর সংখ্যা অর্ধলক্ষের ঘরে পৌঁছেছে।

দুর্বল ব্যবস্থাপনায় চলা ডেঙ্গু মোকাবিলা অনেকটাই ব্যর্থতায় রূপ নিয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে শত শত মানুষ এডিস মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সরকার।

নতুন মৃতদের পাঁচজনই নারী। সবচেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। অন্যজনের বাড়ি চট্টগ্রাম বিভাগে। এই নিয়ে এ বছর ২১২ জনের প্রাণ ঝরল ডেঙ্গুতে।

অন্যদিকে, প্রথমবারে একদিনে হাজারের বেশি রোগীকে ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২০১ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া উত্তর সিটিতে ১৯৮ জন, বরিশালে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন।

সবচেয়ে কম পাঁচজন ভর্তি পাওয়া গেছে সিলেট বিভাগে। এই নিয়ে চলতি বছর প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ জন, সিলেট বিভাগে ৯ জন ও রাজশাহী বিভাগে ৮২ জন রয়েছেন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন