
ডা. মোহাম্মদ আলী

বিশ্বের ৮০ শতাংশেরও বেশি মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমরব্যথায় ভুগে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, কোমরব্যথা পৃথিবীর শীর্ষ বিকলাঙ্গতা সৃষ্টিকারী রোগ। কোমরব্যথা সাধারণত তিন ধরনের—স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি। যেসব কোমরব্যথার বয়স তিন মাস বা তার বেশি তাদের দীর্ঘমেয়াদি বা ক্রনিক কোমরব্যথা বলা হয়। ক্রনিক কোমরব্যথার কারণ নির্ণয় করা খুবই দুরূহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত অনুযায়ী ৯০ শতাংশ ক্রনিক কোমরব্যথারই সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। যাদের নন-স্পেসিফিক লো ব্যাক পেইন বা NSCLBP নামে অভিহিত করা হয়। কোমরব্যথার চিকিৎসার মধ্যে ব্যথার ওষুধ, ইলেকট্রোথেরাপি ও স্টেরয়েড ইঞ্জেকশন বেশি প্রচলিত। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটে ২০১৮ সালে প্রকাশিত বিশদ গবেষণার তথ্যমতে উল্লেখিত প্রচলিত চিকিৎসাগুলোকে দীর্ঘমেয়াদি চিকিৎসায় মূল্যহীন চিকিৎসা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই গবেষণাপত্রে বায়ো-সাইকো-সোশ্যাল চিকিৎসার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
স্টপস কী? ‘স্পেসিফিক ট্রিটমেন্ট অব দ্য প্রবলেমস অব দ্য স্পাইন (STOPS)’ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের আবিস্কৃত একটি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলমন্ত্র হলো পুঙ্খানুপুঙ্খ রোগ নির্ণয়। যেহেতু দীর্ঘমেয়াদি কোমরব্যথার একটি সুনির্দিষ্ট কারণ থাকে না, তাই স্টপস কোমরব্যথার একাধিক কারণগুলো নির্ণয়ের ওপর গুরুত্ব আরোপ করে। এই কারণগুলোর মধ্যে অন্যতম পিএলআইডি ও মানসিক। যেমন কোনো রোগীর পিএলআইডির সঙ্গে সঙ্গে ডিপ্রেশনও থাকতে পারে এবং এ দুটি কারণ সম্মিলিতভাবে তার ব্যথা ভালো না হওয়ার জন্য দায়ী হতে পারে। এরপর কোমরব্যথা থেকে পরিত্রাণ পেতে রোগী কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, তার একটি তালিকা করা হয়। এছাড়া রোগীর সুস্থতার পর যেসব স্বাভাবিক কাজ করবেন, সে অনুযায়ী তার ফিটনেস উন্নতির দিকে গুরুত্ব আরোপ করা হয়। এই চিকিৎসার ধারা একেক রোগীর ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে এবং ধারাটি নির্ভর করে রোগী ঠিক কী কী কারণে কোমরব্যথা অনুভব করছেন তার ওপর।
স্টপস কতটা কার্যকর এবার তা আলোচনা করা যাক। আগে পরিচালিত বিশদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অনুযায়ী যেকোনো সাধারণ চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকর ও ব্যয়সাশ্রয়ী। বাংলাদেশে সাধারণত কোমরব্যথার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় রোগী হাসপাতালে ভর্তি হয়ে কোমরব্যথার চিকিৎসা নেন। এতে চিকিৎসা খরচ কয়েকগুণ বেড়ে যায়। স্টপস কোমর ও অন্যান্য মেরুদণ্ডব্যথা, যেমন ঘাড়ব্যথার চিকিৎসা খরচ কমিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করে। সপ্তাহে এক দিন বা দুই দিন এই চিকিৎসা নিতে হয় বলে ঘনঘন হাসপাতালে যাতায়াত করতে হয় না। তাই সারা বিশ্বে স্টপস ব্যয়সাশ্রয়ী অত্যন্ত কার্যকর চিকিৎসা হিসেবে পরিচিত।
লেখক : বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল

বিশ্বের ৮০ শতাংশেরও বেশি মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমরব্যথায় ভুগে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, কোমরব্যথা পৃথিবীর শীর্ষ বিকলাঙ্গতা সৃষ্টিকারী রোগ। কোমরব্যথা সাধারণত তিন ধরনের—স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি। যেসব কোমরব্যথার বয়স তিন মাস বা তার বেশি তাদের দীর্ঘমেয়াদি বা ক্রনিক কোমরব্যথা বলা হয়। ক্রনিক কোমরব্যথার কারণ নির্ণয় করা খুবই দুরূহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত অনুযায়ী ৯০ শতাংশ ক্রনিক কোমরব্যথারই সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। যাদের নন-স্পেসিফিক লো ব্যাক পেইন বা NSCLBP নামে অভিহিত করা হয়। কোমরব্যথার চিকিৎসার মধ্যে ব্যথার ওষুধ, ইলেকট্রোথেরাপি ও স্টেরয়েড ইঞ্জেকশন বেশি প্রচলিত। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটে ২০১৮ সালে প্রকাশিত বিশদ গবেষণার তথ্যমতে উল্লেখিত প্রচলিত চিকিৎসাগুলোকে দীর্ঘমেয়াদি চিকিৎসায় মূল্যহীন চিকিৎসা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই গবেষণাপত্রে বায়ো-সাইকো-সোশ্যাল চিকিৎসার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
স্টপস কী? ‘স্পেসিফিক ট্রিটমেন্ট অব দ্য প্রবলেমস অব দ্য স্পাইন (STOPS)’ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের আবিস্কৃত একটি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলমন্ত্র হলো পুঙ্খানুপুঙ্খ রোগ নির্ণয়। যেহেতু দীর্ঘমেয়াদি কোমরব্যথার একটি সুনির্দিষ্ট কারণ থাকে না, তাই স্টপস কোমরব্যথার একাধিক কারণগুলো নির্ণয়ের ওপর গুরুত্ব আরোপ করে। এই কারণগুলোর মধ্যে অন্যতম পিএলআইডি ও মানসিক। যেমন কোনো রোগীর পিএলআইডির সঙ্গে সঙ্গে ডিপ্রেশনও থাকতে পারে এবং এ দুটি কারণ সম্মিলিতভাবে তার ব্যথা ভালো না হওয়ার জন্য দায়ী হতে পারে। এরপর কোমরব্যথা থেকে পরিত্রাণ পেতে রোগী কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, তার একটি তালিকা করা হয়। এছাড়া রোগীর সুস্থতার পর যেসব স্বাভাবিক কাজ করবেন, সে অনুযায়ী তার ফিটনেস উন্নতির দিকে গুরুত্ব আরোপ করা হয়। এই চিকিৎসার ধারা একেক রোগীর ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে এবং ধারাটি নির্ভর করে রোগী ঠিক কী কী কারণে কোমরব্যথা অনুভব করছেন তার ওপর।
স্টপস কতটা কার্যকর এবার তা আলোচনা করা যাক। আগে পরিচালিত বিশদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অনুযায়ী যেকোনো সাধারণ চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকর ও ব্যয়সাশ্রয়ী। বাংলাদেশে সাধারণত কোমরব্যথার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় রোগী হাসপাতালে ভর্তি হয়ে কোমরব্যথার চিকিৎসা নেন। এতে চিকিৎসা খরচ কয়েকগুণ বেড়ে যায়। স্টপস কোমর ও অন্যান্য মেরুদণ্ডব্যথা, যেমন ঘাড়ব্যথার চিকিৎসা খরচ কমিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করে। সপ্তাহে এক দিন বা দুই দিন এই চিকিৎসা নিতে হয় বলে ঘনঘন হাসপাতালে যাতায়াত করতে হয় না। তাই সারা বিশ্বে স্টপস ব্যয়সাশ্রয়ী অত্যন্ত কার্যকর চিকিৎসা হিসেবে পরিচিত।
লেখক : বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
২ ঘণ্টা আগে
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৫ ঘণ্টা আগে