পিএলআইডি রোগ কেন হয়

ডা. কৌশিক আহমেদ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০: ২০
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১১: ৪৭

আমাদের দেশে বেশিরভাগ মধ্যবয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ মানুষের মধ্যে হাঁটুব্যথা, শরীরব্যথা, কোমরব্যথা ও পিঠের পেছনে ব্যথার সমস্যার কথা আমরা প্রায় শুনতে পাই । এ ব্যথাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-হাড়সংশ্লিষ্ট ব্যথা, ফাইব্রো মায়ালজিয়া, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলোডিসকাইটিস, এনকাইলজিং স্পন্ডাইলাইটিস ও পিএলআইডি । ওপরের কারণগুলোর মধ্যে সব থেকে কমন হচ্ছে পিএলআইডি । আমরা আজকে এর কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে আলোচনা করব ।

বিজ্ঞাপন

পিএলআইডি মানে কী?

পিএলআইডি (PLID) হচ্ছে Prolapse Lumber Intervertebral Disc। আমাদের শরীরের পেছনে থাকা পিঠ ও কোমর অনেক ছোট ছোট হাড় নিয়ে গঠিত, যাদের আমরা ভাট্রিবা বা মেরুদণ্ডের অস্থিসন্ধি বলে থাকি । এ রকম ৩৩টি ভাট্রিবা মিলে আমাদের মেরুদণ্ড গঠিত হয় । এই ভাট্রিবাগুলোর মাঝখানে এক ধরনের নরম ডিস্ক থাকে, যাদের আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি । বিভিন্ন আঘাতজনিত কারণ বা হাড়ের বৃদ্ধির ফলে এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক সামনের দিকে বের হয়ে আমাদের স্পাইনাল কর্ড বা নার্ভের ওপর চাপ দেয়। এতে পিঠের পেছনে ব্যথা শুরু হয় । সাধারণত লাম্বার ৪-৫ নম্বর ভার্টিব্রাতে এটি হয়ে থাকে।

এ রোগ হলে কোন ডাক্তার দেখাবেন?

এ ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা অনেকেই বুঝি না কোন ডাক্তারকে দেখালে সমস্যার সমাধান পাব । সাধারণত এই সমস্যা দেখা দিলে অর্থোপেডিক সার্জন বা নিউরোসার্জনের পরামর্শ আমরা নিয়ে থাকতে পারি।

এটি কেন হয়?

  • দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে অথবা সামনের দিকে ঝুঁকে কাজ করলে ।
  • ভারী ওজন নেওয়ার ফলে।
  • কোনো আঘাতজনিত কারণে পিঠে ব্যথা পেলে।
  • উঁচু জায়গা থেকে পড়ে গেলে।
  • শরীরের অতিরিক্ত ওজনের ফলে।
  • দীর্ঘসময় বসে বা দাঁড়িয়ে কাজ করলে।
  • অপুষ্টিজনিত নানা কারণে।

লেখক : চিকিৎসক, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত