চার দফা দাবিতে চিকিৎসকদের সংবাদ সম্মেলন

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২১: ০০
আপডেট : ১৫ জুন ২০২৫, ২১: ০৫

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)’এ বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ চার দফা দাবি জানিয়েছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’ নামের একটি সংগঠন । রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক, মুখ্য সংগঠক, মুখপাত্রসহ অন্যান্য সদস্যরা।

এতে সংগঠনের মুখপাত্র ডা. আব্বাস ভূঁইয়া বলেন, চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা পূর্বের মতো ৩৪ বছর করতে হবে। পাশাপাশি ৪৮তম বিশেষ বিসিএসের সময়সীমা বাড়িয়ে ৪৭তম বিসিএসের নিয়মে পরীক্ষা গ্রহণ করতে হবে। সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ থেকে অন্তত তিন মাস সময় দিতে হবে।

মুখ্য সংগঠক ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন, ৪৬তম বিসিএস পর্যন্ত চিকিৎসকদের জন্য বয়সসীমা দুই বছর বেশি ছিল। কিন্তু ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অজুহাতে আমাদের এই ন্যায্য সুবিধা কেড়ে নেওয়া হয়েছে। এটি যেন মাথাব্যথার চিকিৎসা না করে মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, সাধারণত বিসিএস পরীক্ষার জন্য প্রার্থীদের তিন মাস প্রস্তুতির সময় দেওয়া হয়। অথচ ৪৮তম বিশেষ বিসিএসে মাত্র ৪০ দিন সময় দেওয়া হয়েছে, যা একজন পরীক্ষার্থীর জন্য একেবারেই অপ্রতুল। তিনি সরকারের প্রতি সময়সীমা বাড়ানোসহ চিকিৎসকদের অন্যান্য যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত