শীতকালে সর্দি-কাশি ও জ্বর যেন অতি স্বাভাবিক বিষয় হয়ে ওঠে। কিন্তু এই পরিচিত উপসর্গগুলোর আড়ালে নীরবে বাসা বাঁধে একটি মারাত্মক রোগ—নিউমোনিয়া। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। সময়মতো সতর্কতা ও চিকিৎসা না নিলে নিউমোনিয়া প্রাণঘাতী হতে পারে।
নিউমোনিয়া কী?
নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণজনিত রোগ। এতে ফুসফুসের ভেতরের বায়ুথলি বা অ্যালভিওলাইতে পুঁজ বা তরল জমে যায়, যা শ্বাসকষ্ট এবং অক্সিজেনের ঘাটতির কারণ হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক—যেকোনো জীবাণুর সংক্রমণ থেকে নিউমোনিয়া হতে পারে। সাধারণ সর্দি-কাশি বা ফ্লুয়ের যথাযথ চিকিৎসা না করলে এটি ধীরে ধীরে গুরুতর রূপ নেয়।
শীতে নিউমোনিয়া বাড়ার কারণ
* ঠান্ডা ও শুষ্ক বাতাস শ্বাসনালির স্বাভাবিক সুরক্ষা দুর্বল করে।
* সর্দি-কাশি সংক্রমণ বৃদ্ধি ভাইরাস দ্রুত ছড়ায় এবং উপেক্ষিত হলে নিউমোনিয়া হতে পারে।
* ঘরে বেশি সময় থাকলে জানালা-দরজা বন্ধ রাখলে জীবাণুর বিস্তার বাড়ে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় পর্যাপ্ত রোদ, ভিটামিন ডি ও পুষ্টি না পাওয়ায় শরীর দুর্বল হয়।
* ধোঁয়া ও দূষণ ফুসফুসের কার্যকারিতা কমায় এবং সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়।
* পরিবেশের ঘনত্ব বৃদ্ধি থাকলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে।
লেখক : প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

