ডা. মোহাম্মদ নুরুল ইসলাম খান
গিলবার্ট সিনড্রোম (Gilbert's Syndrome) একটি সাধারণ ও বংশগত লিভার ডিসঅর্ডার, যা রক্তে বিলিরুবিনের মাত্রা সাময়িকভাবে বাড়িয়ে দেয়। এটি একটি হালকা অবস্থা এবং সাধারণত কোনো গুরুতর সমস্যা সৃষ্টি করে না। গিলবার্ট সিনড্রোমের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
বিলিরুবিন বৃদ্ধি
লিভার বিলিরুবিন (রক্তের একটি বর্জ্য পদার্থ) সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে না, ফলে রক্তে অপ্রত্যক্ষ বিলিরুবিনের (unconjugated bilirubin) মাত্রা বেড়ে যায়। বিলিরুবিনের মাত্রা সাধারণত 2-5 mg/dL পর্যন্ত হতে পারে (স্বাভাবিক মাত্রা 0.3-1.1 mg/dL)।
লক্ষণ
বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ দেখা যায় না। কিছু ক্ষেত্রে হালকা জন্ডিস (চোখ বা ত্বক হলুদ হওয়া), ক্লান্তি, পেটে অস্বস্তি বা মানসিক চাপের সময় লক্ষণ প্রকাশ পেতে পারে।
উপসর্গগুলো সাধারণত অস্থায়ী এবং নিজে থেকেই ঠিক হয়ে যায়।
কারণ
জিনগত ত্রুটির (UGT1A1 জিনের মিউটেশন) কারণে হয়, যা বিলিরুবিন বিপাকের জন্য দায়ী এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়।
এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার।
ট্রিগার ফ্যাক্টর
উপসর্গ দেখা দিতে পারে যখন শরীরে চাপ বাড়ে, যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস বা উপবাস, ডিহাইড্রেশন, অতিরিক্ত ব্যায়াম, সংক্রমণ বা জ্বর, মানসিক চাপ, ঘুমের অভাব প্রভৃতি।
রোগ নির্ণয়
সাধারণত রক্ত পরীক্ষা করে বিলিরুবিনের মাত্রা (unconjugated bilirubin) দেখা হয় । অন্যান্য লিভার ফাংশন টেস্ট, যেমন, S. ALT সাধারণত স্বাভাবিক থাকে। জিন টেস্ট (UGT1A1 মিউটেশন) করেও নিশ্চিত করা যায়। অন্যান্য লিভার রোগ (হেপাটাইটিস, হেমোলাইটিক অ্যানিমিয়া ইত্যাদি) বাদ দিতে হবে।
চিকিৎসা ও ব্যবস্থাপনা
গিলবার্ট সিনড্রোমের নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন নেই। লক্ষণ দেখা দিলে পর্যাপ্ত পানি পান করুন। নিয়মিত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন (অতিরিক্ত উপবাস এড়িয়ে চলুন)। চাপ ও ক্লান্তি নিয়ন্ত্রণ করুন। এ ছাড়া ওষুধের প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন।
জীবনযাত্রা
এটি একটি হালকা ও নিরীহ অবস্থা (benign condition), যা সাধারণত স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে না। রোগীদের life expectancy নরমাল হয়। যদি বারবার জন্ডিস বা অন্যান্য লক্ষণ দেখা দেয়, তবে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
লেখক : লিভার বিশেষজ্ঞ, লিভার বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
গিলবার্ট সিনড্রোম (Gilbert's Syndrome) একটি সাধারণ ও বংশগত লিভার ডিসঅর্ডার, যা রক্তে বিলিরুবিনের মাত্রা সাময়িকভাবে বাড়িয়ে দেয়। এটি একটি হালকা অবস্থা এবং সাধারণত কোনো গুরুতর সমস্যা সৃষ্টি করে না। গিলবার্ট সিনড্রোমের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
বিলিরুবিন বৃদ্ধি
লিভার বিলিরুবিন (রক্তের একটি বর্জ্য পদার্থ) সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে না, ফলে রক্তে অপ্রত্যক্ষ বিলিরুবিনের (unconjugated bilirubin) মাত্রা বেড়ে যায়। বিলিরুবিনের মাত্রা সাধারণত 2-5 mg/dL পর্যন্ত হতে পারে (স্বাভাবিক মাত্রা 0.3-1.1 mg/dL)।
লক্ষণ
বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ দেখা যায় না। কিছু ক্ষেত্রে হালকা জন্ডিস (চোখ বা ত্বক হলুদ হওয়া), ক্লান্তি, পেটে অস্বস্তি বা মানসিক চাপের সময় লক্ষণ প্রকাশ পেতে পারে।
উপসর্গগুলো সাধারণত অস্থায়ী এবং নিজে থেকেই ঠিক হয়ে যায়।
কারণ
জিনগত ত্রুটির (UGT1A1 জিনের মিউটেশন) কারণে হয়, যা বিলিরুবিন বিপাকের জন্য দায়ী এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়।
এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার।
ট্রিগার ফ্যাক্টর
উপসর্গ দেখা দিতে পারে যখন শরীরে চাপ বাড়ে, যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস বা উপবাস, ডিহাইড্রেশন, অতিরিক্ত ব্যায়াম, সংক্রমণ বা জ্বর, মানসিক চাপ, ঘুমের অভাব প্রভৃতি।
রোগ নির্ণয়
সাধারণত রক্ত পরীক্ষা করে বিলিরুবিনের মাত্রা (unconjugated bilirubin) দেখা হয় । অন্যান্য লিভার ফাংশন টেস্ট, যেমন, S. ALT সাধারণত স্বাভাবিক থাকে। জিন টেস্ট (UGT1A1 মিউটেশন) করেও নিশ্চিত করা যায়। অন্যান্য লিভার রোগ (হেপাটাইটিস, হেমোলাইটিক অ্যানিমিয়া ইত্যাদি) বাদ দিতে হবে।
চিকিৎসা ও ব্যবস্থাপনা
গিলবার্ট সিনড্রোমের নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন নেই। লক্ষণ দেখা দিলে পর্যাপ্ত পানি পান করুন। নিয়মিত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন (অতিরিক্ত উপবাস এড়িয়ে চলুন)। চাপ ও ক্লান্তি নিয়ন্ত্রণ করুন। এ ছাড়া ওষুধের প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন।
জীবনযাত্রা
এটি একটি হালকা ও নিরীহ অবস্থা (benign condition), যা সাধারণত স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে না। রোগীদের life expectancy নরমাল হয়। যদি বারবার জন্ডিস বা অন্যান্য লক্ষণ দেখা দেয়, তবে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
লেখক : লিভার বিশেষজ্ঞ, লিভার বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
২৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
১ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
২ ঘণ্টা আগে