আকৃতি পরিবর্তনকারী ‘তরল রোবট’

টি এইচ মাহির
প্রকাশ : ১২ মে ২০২৫, ১১: ৫৯

রোবট তো অনেক দেখেছেন। মানবসদৃশ, পোকামাকড়ের আকৃতি, কিংবা প্রাণীর মতো রোবট বানিয়েছেন বিজ্ঞানীরা। তবে কখনো তরল রোবটের কথা শুনেছেন, যেটি তার সুবিধামতো যেকোনো সময় আকৃতি পরিবর্তন করতে পারে, যেকোনো সংকীর্ণ স্থানের মধ্য দিয়ে যেতে পারে এবং যেকোনো সময় গলতে পারে আবার শক্ত হতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন রোবট তৈরি করেছেন বিজ্ঞানীরা। নতুন এক পদার্থ দিয়ে তৈরি এই আকার পরিবর্তনকারী রোবট।

বিজ্ঞাপন

বিজ্ঞানীরা বহু বছর ধরেই নরম রোবট তৈরি করে আসছেন, যেগুলো নরম কিন্তু সংকীর্ণ স্থানের মধ্য দিয়ে যেতে পারে না। আবার কোনো রোবট তরল কিন্তু ভারী বস্তু বহন করতে পারে না। তবে নতুন গবেষণায় প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে তারা নতুন এক রোবট বানিয়েছেন। সামুদ্রিক শসার মতো প্রাণী থেকে অনুপ্রাণিত এই তরল রোবট। সমুদ্রের গভীরের এই প্রাণী খুব সহজে তার দেহের কঠোরতা পরিবর্তন করতে পারে। তেমনি আকৃতি পরিবর্তনকারী রোবট নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কারমেল মাজিদি ও তার দল।

গবেষকদের তৈরি রোবটটি খুবই ছোট ও খেলনা আকৃতির। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রোবটটি লোহার শিকের ভেতর দিয়ে আসা-যাওয়া করছে। শক্ত ধাতব রোবট খুব সহজেই তরল হয়ে লোহার গারদে প্রবেশ করছে এবং আবার শক্ত হয়ে আকৃতি তৈরি করছে। বিজ্ঞানীরা এই রোবট তৈরিতে ব্যবহার করেছেন গ্যালিয়াম ধাতু, যেটি ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যেতে পারে। তবে এটিকে তরল করার জন্য বিজ্ঞানীরা তড়িৎ-চৌম্বকীয় পদ্ধতি ব্যবহার করেন, যেজন্য গ্যালিয়ামের সঙ্গে যুক্ত করেছেন আরো কিছু পদার্থ। নিওডাইমিয়াম, আয়রন, বোরন ও গ্যালিয়াম দিয়ে তৈরি করেছেন একধরনের সংকর ধাতু। গ্যালিয়ামের সঙ্গে চৌম্বকীয় কণাগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তাই একটি স্থায়ী চুম্বক এটিকে টেনে আনতে পারে। তড়িৎ-চৌম্বক ক্ষেত্র গ্যালিয়ামের ভেতরে বিদ্যুৎ উৎপন্ন করে, যার ফলে এটি উত্তপ্ত হয় এবং গলে যায়। তবে গলে গেলেও রোবটের সার্কিটের বিদ্যুৎ পরিবাহিতা থাকবে। গবেষকরা জানান, তাদের গবেষণাই তরল ধাতুতে নির্মিত সার্কিটের ওপর। তারা তরল অবস্থাতেও বিদ্যুৎ পরিবাহিতা বজায় রাখার চেষ্টা করেন। এসব ধাতুকে ইনসুলেট করলে বা অন্য কোনো আবরণ দিলে গলে গেলেও ছড়িয়ে পড়বে না।

গবেষকরা তরল রোবট বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। তারা সরাসরি মানুষের পেট থেকে বস্তু বের করার কাজে এটি ব্যবহার করেছেন। রোবটটি মানবদেহের পাকস্থলীতে গিয়ে তরল অবস্থায় একটি বল বের করে আনে। চিকিৎসা বিজ্ঞানে তরল রোবট বা আকৃতি পরিবর্তনকারী রোবট নতুন প্রভাব ফেলতে পারে, এটি তার উদাহরণ। আবার বিজ্ঞানীরা একে স্ক্রুতে পরিণত করেছেন, যেটি বিভিন্ন কোনায় পৌঁছাতে পারে। তা ছাড়া বিভিন্ন সার্কিট জোড়া দেওয়ার কাজেও ব্যবহার করা হবে তরল রোবট। বর্তমানে এই আকৃতি পরিবর্তনকারী রোবট নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত