
নাদিম নওশাদ

আজকের দিনে কম্পিউটার শুধু প্রযুক্তির অংশ নয়, বরং আমাদের পড়াশোনা, কাজ, বিনোদনের অবিচ্ছেদ্য সঙ্গী। তবে সব কাজের জন্য একই ধরনের পিসি উপযুক্ত নয়। একেক জনের প্রয়োজন একেক রকম। আর সেই অনুযায়ী সঠিক পিসি নির্বাচন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ছাত্রছাত্রীদের জন্য
একজন ছাত্রের সবচেয়ে বড় প্রয়োজন স্মার্টভাবে ক্লাস করা। সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। এ ছাড়া মাঝে মাঝে রিসার্চ বা হালকা বিনোদন উপভোগ করা। তাই তাদের জন্য পিসি হওয়া উচিত হালকা। সহজে বহনযোগ্য এবং ল্যাগবিহীন। সাধারণভাবে শিক্ষার্থীদের বেশি দামি ও ভারী পিসির প্রয়োজন নেই। মাঝারি মানের ল্যাপটপই যথেষ্ট। যেহেতু অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি, হালকা ব্রাউজিং, ভিডিও দেখার মতো কাজই শিক্ষার্থীদের প্রধানতম কাজ। তাই পিসি বিল্ড করার সময় মাঝারি মানের প্রসেস Intel Core i3 (11th Gen) বা AMD Ryzen 3, 8 GB DDR4 র্যাম ও 256 GB SSD স্টোরেজ ব্যবহার করা যেতে পারে। গ্রাফিকসের জন্য ইন্টিগ্রেটেড GPU (Intel UHD বা AMD Radeon Vega) ও Full HD ডিসপ্লে ব্যবহার করা উত্তম।
গ্রাফিক ডিজাইনার ও ভিডিও এডিটরের জন্য
গ্রাফিক ডিজাইনারদের জন্য পিসি হলো মূল হাতিয়ার। তাই গ্রাফিক ডিজাইনাররা কেমন পিসি বিল্ড করবেন, তা তাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জটিল ছবি সম্পাদনা, ভিডিও এডিটিং, থ্রিডি অ্যানিমেশনের জন্য দরকার উচ্চক্ষমতাসম্পন্ন পিসি। সাধারণত গ্রাফিক ডিজাইনারদের কাজের জন্য Intel Core i5/i7 (12th Gen বা উচ্চতর) অথবা AMD Ryzen 7/9 ক্ষমতাসম্পন্ন প্রসেসর ব্যবহার করা উচিত। কাজের ধরনের ওপর নির্ভর করে প্রসেসর ক্ষমতা কমবেশি করা যেতে পারে। গ্রাফিক ডিজাইনার ও ভিডিও এডিটরের জন্য রঙ ও বিস্তারিত দেখা খুব জরুরি। তাই তাদের পিসিতে থাকা উচিত উন্নতমানের মনিটর (4K বা 2K IPS মনিটর)। এ ছাড়া 16 GB বা 32 GB DDR4/DDR5 র্যাম, 1TB SSD স্টোরেজ এবং গ্রাফিকসের জন্য Dedicated GPU–NVIDIA RTX 3060/3070 বা AMD Radeon RX 6700 XT ব্যবহার করলে এ পেশার মানুষ কোনো বিঘ্ন ছাড়াই কাজ করতে পারবে। ভুল পিসি বেছে নিলে তাদের সৃষ্টিশীল কাজও আটকে যেতে পারে।
গেমারদের জন্য
যারা গেম খেলে সময় কাটান বা স্ট্রিম করেন অথবা পেশাদারভাবে গেমিং করেন, তাদের পিসি যেন হয় গেমিং দানবের মতো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত প্রসেসর, উন্নত গ্রাফিকস কার্ড এবং কুলিং সিস্টেম। শুধু খেলার জন্য নয়, গেম স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিংসহ সবকিছু যেন একই সঙ্গে নির্বিঘ্নে করা যায়, সে জন্য প্রসেসর হিসেবে Intel Core i5/i7 (13th Gen) বা AMD Ryzen 5/7 7000 সিরিজ, 16 GB DDR5 RAM ব্যবহার গেমারদের ভালো অভিজ্ঞতা প্রদান করে। লোডিং টাইম কমানোর জন্য 1TB SSD + 2TB HDD এবং ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করার জন্য 144Hz/240Hz রিফ্রেশ রেটসহ FHD/QHD মনিটর ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া পিসি ঠান্ডা রাখতে লিকুইড কুলিং বা হাই-এয়ারফ্লো কেস ব্যবহার করলে পিসি অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাবে।
ফ্রিল্যান্সার ও রিমোটকর্মীদের জন্য
যারা ঘরে বসে কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য পিসি মানেই প্রোডাকটিভিটি। তারা প্রতিদিনই অনেক ঘণ্টা কম্পিউটারে কাটান। কাজের ধরন অনুযায়ী পিসিকে হতে হবে স্থিতিশীল, মাল্টিটাস্কিংয়ে ভালো এবং চোখে আরামদায়ক ডিসপ্লেসহ। মাঝে মাঝে তাদের ক্লায়েন্ট মিটিং, প্রেজেন্টেশন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং বা কোডিং করার প্রয়োজন হয়, তাই এসব মানুষের জন্য Intel Core i5 (11th বা 12th Gen) অথবা AMD Ryzen 5, 16 GB DDR4 র্যাম, 256/512 GB SSD, Full HD display এবং উচ্চক্ষমতার ব্যান্ডউইথ সমর্থন করেÑ এমন কনফিগারের পিসি নির্বাচন করা জরুরি।
কম্পিউটার কেনার সময় শুধু দাম নয়, চিন্তা করুন আপনি কী কাজ করতে চান। একজন ছাত্র, গ্রাফিক ডিজাইনার, গেমার বা ফ্রিল্যান্সার; যেই হন না কেন, সঠিক পিসি নির্বাচন করার মাধ্যমে অযথা অর্থের অপচয় থেকে রক্ষা পাওয়া যাবে। সময় বাঁচবে। কাজের মান বাড়বে এবং দীর্ঘ সময় আপনার সঙ্গী হয়ে থাকবে।

আজকের দিনে কম্পিউটার শুধু প্রযুক্তির অংশ নয়, বরং আমাদের পড়াশোনা, কাজ, বিনোদনের অবিচ্ছেদ্য সঙ্গী। তবে সব কাজের জন্য একই ধরনের পিসি উপযুক্ত নয়। একেক জনের প্রয়োজন একেক রকম। আর সেই অনুযায়ী সঠিক পিসি নির্বাচন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ছাত্রছাত্রীদের জন্য
একজন ছাত্রের সবচেয়ে বড় প্রয়োজন স্মার্টভাবে ক্লাস করা। সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। এ ছাড়া মাঝে মাঝে রিসার্চ বা হালকা বিনোদন উপভোগ করা। তাই তাদের জন্য পিসি হওয়া উচিত হালকা। সহজে বহনযোগ্য এবং ল্যাগবিহীন। সাধারণভাবে শিক্ষার্থীদের বেশি দামি ও ভারী পিসির প্রয়োজন নেই। মাঝারি মানের ল্যাপটপই যথেষ্ট। যেহেতু অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি, হালকা ব্রাউজিং, ভিডিও দেখার মতো কাজই শিক্ষার্থীদের প্রধানতম কাজ। তাই পিসি বিল্ড করার সময় মাঝারি মানের প্রসেস Intel Core i3 (11th Gen) বা AMD Ryzen 3, 8 GB DDR4 র্যাম ও 256 GB SSD স্টোরেজ ব্যবহার করা যেতে পারে। গ্রাফিকসের জন্য ইন্টিগ্রেটেড GPU (Intel UHD বা AMD Radeon Vega) ও Full HD ডিসপ্লে ব্যবহার করা উত্তম।
গ্রাফিক ডিজাইনার ও ভিডিও এডিটরের জন্য
গ্রাফিক ডিজাইনারদের জন্য পিসি হলো মূল হাতিয়ার। তাই গ্রাফিক ডিজাইনাররা কেমন পিসি বিল্ড করবেন, তা তাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জটিল ছবি সম্পাদনা, ভিডিও এডিটিং, থ্রিডি অ্যানিমেশনের জন্য দরকার উচ্চক্ষমতাসম্পন্ন পিসি। সাধারণত গ্রাফিক ডিজাইনারদের কাজের জন্য Intel Core i5/i7 (12th Gen বা উচ্চতর) অথবা AMD Ryzen 7/9 ক্ষমতাসম্পন্ন প্রসেসর ব্যবহার করা উচিত। কাজের ধরনের ওপর নির্ভর করে প্রসেসর ক্ষমতা কমবেশি করা যেতে পারে। গ্রাফিক ডিজাইনার ও ভিডিও এডিটরের জন্য রঙ ও বিস্তারিত দেখা খুব জরুরি। তাই তাদের পিসিতে থাকা উচিত উন্নতমানের মনিটর (4K বা 2K IPS মনিটর)। এ ছাড়া 16 GB বা 32 GB DDR4/DDR5 র্যাম, 1TB SSD স্টোরেজ এবং গ্রাফিকসের জন্য Dedicated GPU–NVIDIA RTX 3060/3070 বা AMD Radeon RX 6700 XT ব্যবহার করলে এ পেশার মানুষ কোনো বিঘ্ন ছাড়াই কাজ করতে পারবে। ভুল পিসি বেছে নিলে তাদের সৃষ্টিশীল কাজও আটকে যেতে পারে।
গেমারদের জন্য
যারা গেম খেলে সময় কাটান বা স্ট্রিম করেন অথবা পেশাদারভাবে গেমিং করেন, তাদের পিসি যেন হয় গেমিং দানবের মতো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত প্রসেসর, উন্নত গ্রাফিকস কার্ড এবং কুলিং সিস্টেম। শুধু খেলার জন্য নয়, গেম স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিংসহ সবকিছু যেন একই সঙ্গে নির্বিঘ্নে করা যায়, সে জন্য প্রসেসর হিসেবে Intel Core i5/i7 (13th Gen) বা AMD Ryzen 5/7 7000 সিরিজ, 16 GB DDR5 RAM ব্যবহার গেমারদের ভালো অভিজ্ঞতা প্রদান করে। লোডিং টাইম কমানোর জন্য 1TB SSD + 2TB HDD এবং ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করার জন্য 144Hz/240Hz রিফ্রেশ রেটসহ FHD/QHD মনিটর ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া পিসি ঠান্ডা রাখতে লিকুইড কুলিং বা হাই-এয়ারফ্লো কেস ব্যবহার করলে পিসি অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাবে।
ফ্রিল্যান্সার ও রিমোটকর্মীদের জন্য
যারা ঘরে বসে কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য পিসি মানেই প্রোডাকটিভিটি। তারা প্রতিদিনই অনেক ঘণ্টা কম্পিউটারে কাটান। কাজের ধরন অনুযায়ী পিসিকে হতে হবে স্থিতিশীল, মাল্টিটাস্কিংয়ে ভালো এবং চোখে আরামদায়ক ডিসপ্লেসহ। মাঝে মাঝে তাদের ক্লায়েন্ট মিটিং, প্রেজেন্টেশন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং বা কোডিং করার প্রয়োজন হয়, তাই এসব মানুষের জন্য Intel Core i5 (11th বা 12th Gen) অথবা AMD Ryzen 5, 16 GB DDR4 র্যাম, 256/512 GB SSD, Full HD display এবং উচ্চক্ষমতার ব্যান্ডউইথ সমর্থন করেÑ এমন কনফিগারের পিসি নির্বাচন করা জরুরি।
কম্পিউটার কেনার সময় শুধু দাম নয়, চিন্তা করুন আপনি কী কাজ করতে চান। একজন ছাত্র, গ্রাফিক ডিজাইনার, গেমার বা ফ্রিল্যান্সার; যেই হন না কেন, সঠিক পিসি নির্বাচন করার মাধ্যমে অযথা অর্থের অপচয় থেকে রক্ষা পাওয়া যাবে। সময় বাঁচবে। কাজের মান বাড়বে এবং দীর্ঘ সময় আপনার সঙ্গী হয়ে থাকবে।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৬ ঘণ্টা আগে
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৯ ঘণ্টা আগে