মোশাররফ হোসেন
বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি যেন এক নতুন বাণিজ্যিক ধারা। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহরের কম্পিউটার দোকানগুলোয় প্রতিদিনই শত শত পুরোনো ল্যাপটপ বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, ফ্রেশ দুবাই থেকে আনা, একদম নতুনের মতো! কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই এগুলোর ভেতরে লুকিয়ে আছে ওয়াশ বা রিপেয়ার করা ইউনিট।
দেখতে চকচকে, চালালে ভালো তবু কিছুদিন পরই দেখা দেয় নানা সমস্যা। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, অতিরিক্ত গরম হওয়া, স্ক্রিনে দাগ বা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াএসবই ওয়াশ বা রিপেয়ার করা ল্যাপটপের সাধারণ উপসর্গ।
কিন্তু চাইলে কিছু ছোটখাটো পরীক্ষা করেই একজন ক্রেতা সহজেই বুঝতে পারেন ল্যাপটপটি সত্যিই ফ্রেশ, নাকি আগে থেকে ক্ষতিগ্রস্ত ছিল।
কীভাবে চিনবেন ওয়াশ বা রিপেয়ার করা ল্যাপটপ
১. স্ক্রু ও কভার পরীক্ষা করুন। ল্যাপটপের নিচের স্ক্রু যদি ঢিলে বা আঁচড় পড়া থাকে, বুঝবেন এটি খোলা হয়েছে। বেস কভার খুলে আবার লাগানো হলে রঙ বা টেক্সচারে সামান্য পার্থক্য চোখে পড়বে।
২. পোর্ট ও কানেক্টর দেখুন। USB, HDMI বা চার্জিং পোর্টে বাদামি বা সাদা দাগ, মরচে বা আঠার মতো দাগ থাকলে সেটি পানি লাগার ইঙ্গিত।
৩. সিরিয়াল নম্বর মিলিয়ে দেখুন। ব্যাক সাইডে লেখা সিরিয়াল নম্বরটি BIOS বা সিস্টেম ইনফোতে মিলিয়ে দেখুন। দুটি নম্বর না মিললে বুঝবেন কোনো অংশ বদলানো হয়েছে।
৪. ব্যাটারি হেলথ চেক করুন। উইন্ডোজে powercfg/batteryreport কমান্ড চালিয়ে রিপোর্ট দেখুন।
ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ও বর্তমান ক্যাপাসিটির মধ্যে বেশি পার্থক্য থাকলে ব্যাটারি পুরোনো বা পরিবর্তিত।
৫. স্ক্রিনে লাইট লিক বা ডেড পিক্সেল খুঁজুন। কালো ব্যাকগ্রাউন্ডে স্ক্রিনে ছোট সাদা দাগ বা আলো বের হলে বুঝবেন স্ক্রিন রিপ্লেস করা হয়েছে।
৬. ফ্যান ও হিটিং টেস্ট করুন। ল্যাপটপ চালিয়ে ১০-১৫ মিনিট ভিডিও দেখুন বা ফাইল কপি করুন। যদি অস্বাভাবিক গরম হয় বা ফ্যানের শব্দ বেড়ে যায়, তাহলে অভ্যন্তরে সমস্যা থাকতে পারে।
৭. সফটওয়্যার ও BIOS ভার্সন দেখুন। BIOS-এর ভার্সন, বিল্ড ডেট বা লোগো পরিবর্তন থাকলে বোঝা যাবে মাদারবোর্ড রিপেয়ার করা হয়েছে।
সাবধান থাকবেন কেন?
এ ধরনের ওয়াশ বা রিপেয়ার করা ল্যাপটপে সাধারণত কোনো অফিশিয়াল ওয়ারেন্টি থাকে না।
ভেতরের সার্কিট বা ব্যাটারি পরিবর্তিত হওয়ায় দীর্ঘস্থায়ী ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। দেখতে নতুন লাগলেও এটি খুব দ্রুত ত্রুটিপূর্ণ হয়ে পড়ে।
কী করবেন
# পরিচিত দোকান বা অফিশিয়াল রিসেলার থেকে কিনুন।
# ইনভয়েস ও রিটার্ন পলিসি লিখিতভাবে নিন।
# কেনার আগে ১৫-২০ মিনিট ব্যবহার করে দেখুন।
# BIOS সিরিয়াল, ব্যাটারি রিপোর্ট ও পোর্ট পরীক্ষা করুন।
সব ফ্রেশ দুবাই ল্যাপটপ আসলে ফ্রেশ নয়। চকচকে কেসের ভেতরে অনেক সময় লুকিয়ে থাকে পুরোনো বা নষ্ট হার্ডওয়্যার।
তাই ল্যাপটপ কেনার সময় শুধু দাম বা চেহারা না দেখে, যাচাই করে সিদ্ধান্ত নিন। কারণ কম দামের লোভে ভুল সিদ্ধান্ত একসময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি যেন এক নতুন বাণিজ্যিক ধারা। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহরের কম্পিউটার দোকানগুলোয় প্রতিদিনই শত শত পুরোনো ল্যাপটপ বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, ফ্রেশ দুবাই থেকে আনা, একদম নতুনের মতো! কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই এগুলোর ভেতরে লুকিয়ে আছে ওয়াশ বা রিপেয়ার করা ইউনিট।
দেখতে চকচকে, চালালে ভালো তবু কিছুদিন পরই দেখা দেয় নানা সমস্যা। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, অতিরিক্ত গরম হওয়া, স্ক্রিনে দাগ বা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াএসবই ওয়াশ বা রিপেয়ার করা ল্যাপটপের সাধারণ উপসর্গ।
কিন্তু চাইলে কিছু ছোটখাটো পরীক্ষা করেই একজন ক্রেতা সহজেই বুঝতে পারেন ল্যাপটপটি সত্যিই ফ্রেশ, নাকি আগে থেকে ক্ষতিগ্রস্ত ছিল।
কীভাবে চিনবেন ওয়াশ বা রিপেয়ার করা ল্যাপটপ
১. স্ক্রু ও কভার পরীক্ষা করুন। ল্যাপটপের নিচের স্ক্রু যদি ঢিলে বা আঁচড় পড়া থাকে, বুঝবেন এটি খোলা হয়েছে। বেস কভার খুলে আবার লাগানো হলে রঙ বা টেক্সচারে সামান্য পার্থক্য চোখে পড়বে।
২. পোর্ট ও কানেক্টর দেখুন। USB, HDMI বা চার্জিং পোর্টে বাদামি বা সাদা দাগ, মরচে বা আঠার মতো দাগ থাকলে সেটি পানি লাগার ইঙ্গিত।
৩. সিরিয়াল নম্বর মিলিয়ে দেখুন। ব্যাক সাইডে লেখা সিরিয়াল নম্বরটি BIOS বা সিস্টেম ইনফোতে মিলিয়ে দেখুন। দুটি নম্বর না মিললে বুঝবেন কোনো অংশ বদলানো হয়েছে।
৪. ব্যাটারি হেলথ চেক করুন। উইন্ডোজে powercfg/batteryreport কমান্ড চালিয়ে রিপোর্ট দেখুন।
ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ও বর্তমান ক্যাপাসিটির মধ্যে বেশি পার্থক্য থাকলে ব্যাটারি পুরোনো বা পরিবর্তিত।
৫. স্ক্রিনে লাইট লিক বা ডেড পিক্সেল খুঁজুন। কালো ব্যাকগ্রাউন্ডে স্ক্রিনে ছোট সাদা দাগ বা আলো বের হলে বুঝবেন স্ক্রিন রিপ্লেস করা হয়েছে।
৬. ফ্যান ও হিটিং টেস্ট করুন। ল্যাপটপ চালিয়ে ১০-১৫ মিনিট ভিডিও দেখুন বা ফাইল কপি করুন। যদি অস্বাভাবিক গরম হয় বা ফ্যানের শব্দ বেড়ে যায়, তাহলে অভ্যন্তরে সমস্যা থাকতে পারে।
৭. সফটওয়্যার ও BIOS ভার্সন দেখুন। BIOS-এর ভার্সন, বিল্ড ডেট বা লোগো পরিবর্তন থাকলে বোঝা যাবে মাদারবোর্ড রিপেয়ার করা হয়েছে।
সাবধান থাকবেন কেন?
এ ধরনের ওয়াশ বা রিপেয়ার করা ল্যাপটপে সাধারণত কোনো অফিশিয়াল ওয়ারেন্টি থাকে না।
ভেতরের সার্কিট বা ব্যাটারি পরিবর্তিত হওয়ায় দীর্ঘস্থায়ী ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। দেখতে নতুন লাগলেও এটি খুব দ্রুত ত্রুটিপূর্ণ হয়ে পড়ে।
কী করবেন
# পরিচিত দোকান বা অফিশিয়াল রিসেলার থেকে কিনুন।
# ইনভয়েস ও রিটার্ন পলিসি লিখিতভাবে নিন।
# কেনার আগে ১৫-২০ মিনিট ব্যবহার করে দেখুন।
# BIOS সিরিয়াল, ব্যাটারি রিপোর্ট ও পোর্ট পরীক্ষা করুন।
সব ফ্রেশ দুবাই ল্যাপটপ আসলে ফ্রেশ নয়। চকচকে কেসের ভেতরে অনেক সময় লুকিয়ে থাকে পুরোনো বা নষ্ট হার্ডওয়্যার।
তাই ল্যাপটপ কেনার সময় শুধু দাম বা চেহারা না দেখে, যাচাই করে সিদ্ধান্ত নিন। কারণ কম দামের লোভে ভুল সিদ্ধান্ত একসময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
কিডনি রোগের চিকিৎসায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ ফিনেরেনন, যার বাজারে মূল্য ১০ মিলিগ্রামের ট্যাবলেট ৮০ টাকা এবং ২০ মিলিগ্রামের ট্যাবলেট ১৫০ টাকা।
৫ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেস। ফলে প্রশাসনের স্বেচ্ছাচার বেড়েছে, শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষিত হয়েছে এবং ছাত্ররাজনীতি দখলদারিত্বমূলক হয়ে উঠেছে।’
৮ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এইচ ফাহিম।
৮ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচার যেন শুধু গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। তিনি বলেন, দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।
১০ ঘণ্টা আগে