এবার ইনস্টাগ্রামে যুক্ত হলো নতুন পরিষেবা

তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ০৫

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ইনস্টাগ্রাম’। ব্যবহারকারীদের কথা ভেবে নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হয়েছে অ্যাপটি। চলুন জেনে নিই নতুন সেসব পরিষেবা সম্পর্কে।

বিজ্ঞাপন

মিউজিক স্টিকার

ইনস্টাগ্রাম চ্যাটে এখন থেকে মিউজিক স্টিকার পাঠানো যাবে। কোনো স্টিকারের সঙ্গে কোন গান পাঠাবেন, সেটিও আপনার ইচ্ছামত করতে পারবেন। এমনকি মিউজিক স্টিকার পাঠানোর আগে এর প্রিভিউ-ও দেখার সুযোগ রয়েছে।

মেসেজ অনুবাদ

অপরিচিত কারো সঙ্গে কথা বলার প্রয়োজন হতেই পারে। এ ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার জটিল সমস্যাও হয়ে দাঁড়াতে পারে। অপরিচিত ভাষার মানুষের সঙ্গে কথা বলা মোটেও সহজসাধ্য নয়। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। মুহূর্তেই সেই মানুষটির মেসেজ অনুবাদ করতে পারবেন। যে মেসেজটি অনুবাদ করতে চান, সেটিতে ট্যাপ করলে ট্রান্সলেট অপশন আসবে। তাতে ক্লিক করলেই অনুবাদ হয়ে যাবে।

কিউআর কোড

গ্রুপ চ্যাটে ব্যবহারকারীদের সুবিধার জন্য কিউআর কোড ফিচার যুক্ত করেছে ইনস্টাগ্রাম। এ জন্য প্রথমে গ্রুপে প্রবেশ করতে হবে। তারপর গ্রুপের নামে ট্যাপ করুন। এবার ইনভাইট লিংকে ক্লিক করে কিউআর কোডে ট্যাপ করুন। তারপর সেই কোডটি শেয়ার করে গ্রুপ চ্যাটের জন্য যে কাউকে ইনভাইট করতে পারবেন ব্যবহারকারী।

পিনড চ্যাট

অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই মেসেজ পিন করার সুযোগ রয়েছে। এবার সেই সুবিধা ইনস্টাগ্রামও নিয়ে এলো। এতে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ সহজেই চ্যাটবক্সে নাগালে রাখতে পারবেন। যা মেসেজ আদান-প্রদানকারী উভয় ব্যক্তিই প্রয়োজনের সময় পেয়ে যাবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত