আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কম্পিউটার যন্ত্রটি কীভাবে কাজ করে

নাদিম নওশাদ

কম্পিউটার যন্ত্রটি কীভাবে কাজ করে

শুধু বই-খাতা আর কলম নয়, আজকের শিক্ষাব্যবস্থায় কম্পিউটার শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। স্কুলের প্রজেক্ট হোক বা বাসায় হোমওয়ার্ক, ছবি আঁকা বা গেমস খেলা, এমনকি বিনোদন সবকিছুতেই কম্পিউটার যেন এক বিশ্বস্ত সহকারী। তবে আমরা অনেকেই জানি না, এই যন্ত্রটি কীভাবে কাজ করে বা কেন এটি এত উপকারী। তাই একজন শিক্ষার্থীর কম্পিউটার সম্পর্কিত সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করার জন্য কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জানা প্রয়োজন।

প্রথম বৈশিষ্ট্য হলো গতি। একটি কম্পিউটার মুহূর্তের মধ্যে লাখ লাখ গাণিতিক কর্মকাণ্ড সম্পন্ন করতে পারে। মানুষের তুলনায় এটি অনেক দ্রুত গতিতে কাজ করে। এর ফলে বড় কোনো তথ্য বিশ্লেষণ করা এক মুহূর্তেই সম্ভব হয়। যেমন : আপনি যদি হাজার সংখ্যার গড় বের করতে বলেন, এটি এক সেকেন্ডের কম সময়ে তা করে দিতে পারবে। এই গতি তাকে করে তুলেছে গণনার রাজা।

বিজ্ঞাপন

কম্পিউটারের আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হলো নির্ভুলতা। আপনি যদি সঠিকভাবে নির্দেশ দেন, তাহলে কম্পিউটার সেটা সঠিকভাবে করে দেবে। যান্ত্রিক ত্রুটি ছাড়া, ৯৯ দশমিক ৯৯ শতাংশের মতো নির্ভুল গণনা করতে পারে কম্পিউটার। কম্পিউটারে আমরা যেমন তথ্য দেব, সেই অনুযায়ী কম্পিউটার তথ্য বিশ্লেষণ করে। ভুল তথ্য না পেলে কম্পিউটার প্রায় শূন্য হারে ভুল করে।

কম্পিউটার ক্লান্ত হয় না। এটাই এর অন্যতম বৈশিষ্ট্য। কোনো ক্লান্তি বা আবেগ ছাড়াই কম্পিউটার কাজ করে যেতে পারে ঘণ্টার পর ঘণ্টা। তাই কাজের ধারাবাহিকতা বজায় থাকে।

চতুর্থ বৈশিষ্ট্য হলো মেমরি। কম্পিউটারের তথ্য সংরক্ষণে রয়েছে অনেক শক্তিশালী মেমরি। গিগাবাইট থেকে টেরাবাইট পর্যন্ত ডেটা একসঙ্গে রেখে দ্রুত প্রক্রিয়া করতে পারে কম্পিউটার। এ ছাড়া র‌্যামের মাধ্যমে তথ্যগুলো যেকোনো সময় ব্যবহারের উপযোগীও করতে সক্ষম এটি।

বহুমুখী ব্যবহার কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কম্পিউটারে শুধু লেখাপড়া বা গেমস খেলা নয়, এটি একসঙ্গে ছবি এডিট করা, গান শোনা, ডকুমেন্ট তৈরি করার মতো কাজগুলো করতে পারে। এমনকি একই সময় একাধিক কাজও করতে পারে।

ষষ্ঠ বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়তা। কম্পিউটার অটোমেটেড সিস্টেমে কাজ করে। আপনি একবার একটি নিয়ম ঠিক করে দিলে সেটি নিজেই একই নিয়মে বারবার কাজ করে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেসে তথ্য আপডেট করা বা অব্যবহৃত ডিসপ্লে একটি নির্দিষ্ট সময় পর বন্ধ করা ইত্যাদি।

এসব বৈশিষ্ট্য থাকার পরও মনে রাখা প্রয়োজন এটি একটি যন্ত্র মাত্র। এটিকে সঠিকভাবে কাজে লাগাতে মানুষের সঠিক নির্দেশনা এবং সৃজনশীল ব্যবহার জরুরি। এ কারণে শিক্ষার্থীরা যখন কম্পিউটার শেখে, তখন তারা শুধু ব্যবহারই শেখে না, এর সঙ্গে সঙ্গে সমস্যা সমাধান, চিন্তাভাবনার দক্ষতাও অর্জন করে।

কম্পিউটার আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে গেছে। একজন শিক্ষার্থীর পক্ষে এটির বৈশিষ্ট্যগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, যেন তারা এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন