আরিফ বিন নজরুল
একটা সময় ছিল যখন আমরা ইন্টারনেটে কিছু খুঁজতে গিয়ে শুধু কয়েকটা শব্দ লিখেই গুগলের দয়ার ওপর নির্ভর করতাম। এখন সেই যুগ পেরিয়ে আমরা এমন এক সময়ে পৌঁছেছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের হয়ে গোটা একটা প্রতিবেদন লিখে দিচ্ছে, ছবি এঁকে দিচ্ছে, কিংবা তৈরি করে দিচ্ছে এক মিনিটের ঝকঝকে ভিডিও। কিন্তু এতসব সুবিধা পাওয়ার চাবিকাঠিটা ঠিক কোথায়? সেটা হলো সঠিকভাবে লেখা একটি ‘প্রম্পট’।
প্রম্পট হচ্ছে সেই নির্দেশনা, যেটা আপনি এআই’কে দেন। আপনি কী চান, কেমনভাবে চান, কোন উদ্দেশ্যে চান—এসব ব্যাখ্যা দিয়েই একটি কার্যকর প্রম্পট তৈরি হয়। অনেকেই ভাবেন, ‘একটা আর্টিকেল দাও’ বললেই বুঝি চমৎকার কিছু লেখা পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো, যত বেশি স্পষ্ট আর বিস্তারিতভাবে আপনি অনুরোধ করবেন, এআই ততটাই উন্নত ও প্রাসঙ্গিক ফলাফল দেবে।
একটি ভালো প্রম্পট লেখার মূল কৌশলগুলো হলো—উদ্দেশ্য পরিষ্কার রাখা, ভাষা ও ভঙ্গি নির্ধারণ করা, প্রেক্ষাপট দেওয়া এবং কাঠামো সম্পর্কে নির্দেশনা দেওয়া। উদাহরণস্বরূপ, আপনি যদি চান ‘বাংলাদেশে প্রযুক্তি শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে ৫০০ শব্দের প্রতিবেদন, যা তথ্যনির্ভর হবে এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপযোগী ভাষায় লেখা’, তাহলে আপনাকে এটাই যথাযথভাবে প্রম্পটে লিখতে হবে। এতে করে এআই আপনার চাহিদা স্পষ্টভাবে বুঝে সে অনুযায়ী কাজ করতে পারবে।
এখন শুধু লেখালেখি নয়। এআই দিয়ে ছবি আঁকা বা ভিডিও তৈরি করতেও প্রম্পটই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন, আপনি Midjourney বা DALL·E-এর মতো টুলে ছবি তৈরি করতে চান। তাহলে আপনাকে বলতে হবে: ‘A rainy evening in Dhaka city with rickshaws and neon lights, photorealistic, cinematic lighting.’ আপনি যদি শুধু বলেন, ‘একটা ঢাকা শহরের ছবি দাও,’ তাহলে হয়তো সেটা আপনার কল্পনার সঙ্গে মিলবে না। আবার ভিডিও তৈরির ক্ষেত্রেও, যেমন RunwayML বা Pika-এর মতো প্ল্যাটফর্মে, আপনাকে জানাতে হবে দৃশ্য কেমন হবে, ক্যামেরা কীভাবে চলবে এবং আলো-আঁধারির ধরন কী হবে।
প্রম্পট লেখার একটা চতুর্ভুজ কৌশল আছে। প্রথমত, উদ্দেশ্য নির্ধারণ করা। দ্বিতীয়ত, প্রেক্ষাপট বা পটভূমি দেওয়া। তৃতীয়ত, কাঠামো উল্লেখ করা এবং চতুর্থত, ভাষা বা ভঙ্গির স্পষ্টতা নিশ্চিত করা। এই চারটি বিষয় যদি একসঙ্গে থাকে, তবে একটি সাধারণ অনুরোধও অসাধারণ ফল দিতে পারে।
তবে অনেকেই প্রম্পট লেখার সময় কিছু সাধারণ ভুল করেন। যেমন, শুধু ‘একটা ব্লগ পোস্ট দাও’ বলা। কিংবা ভাষার ধরন বা কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে কিছু না বলা। এসব ভুলের কারণে এআই হয়তো অপ্রাসঙ্গিক কিছু তৈরি করে ফেলতে পারে।
বর্তমান যুগে, যেখানে এআই হয়ে উঠেছে ডিজিটাল সহকারী, সেখানে সঠিক প্রম্পট লেখার দক্ষতা হয়ে উঠছে এক নতুন ভাষা শেখার মতো। আপনি যত ভালোভাবে প্রশ্ন করতে পারবেন, তত উন্নত হবে আপনার উত্তর। যিনি প্রম্পট জানেন, তিনি কেবল প্রযুক্তি ব্যবহার করেন না, তিনি তাকে পরিচালনা করেন।
এআই এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়। এটি বর্তমানে আমাদের প্রতিদিনের অংশ। লেখালেখি, ছবি আঁকা, স্ক্রিপ্ট লেখা, ডিজাইন ও ভিডিও নির্মাণ—সব জায়গাতেই সঠিক প্রম্পটই হয়ে উঠেছে সাফল্যের চাবি। আর এই চাবি আপনার হাতেই রয়েছে। শুধু জানতে হবে, দরজাটা খুলতে কীভাবে ঘুরাতে হয়।
একটা সময় ছিল যখন আমরা ইন্টারনেটে কিছু খুঁজতে গিয়ে শুধু কয়েকটা শব্দ লিখেই গুগলের দয়ার ওপর নির্ভর করতাম। এখন সেই যুগ পেরিয়ে আমরা এমন এক সময়ে পৌঁছেছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের হয়ে গোটা একটা প্রতিবেদন লিখে দিচ্ছে, ছবি এঁকে দিচ্ছে, কিংবা তৈরি করে দিচ্ছে এক মিনিটের ঝকঝকে ভিডিও। কিন্তু এতসব সুবিধা পাওয়ার চাবিকাঠিটা ঠিক কোথায়? সেটা হলো সঠিকভাবে লেখা একটি ‘প্রম্পট’।
প্রম্পট হচ্ছে সেই নির্দেশনা, যেটা আপনি এআই’কে দেন। আপনি কী চান, কেমনভাবে চান, কোন উদ্দেশ্যে চান—এসব ব্যাখ্যা দিয়েই একটি কার্যকর প্রম্পট তৈরি হয়। অনেকেই ভাবেন, ‘একটা আর্টিকেল দাও’ বললেই বুঝি চমৎকার কিছু লেখা পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো, যত বেশি স্পষ্ট আর বিস্তারিতভাবে আপনি অনুরোধ করবেন, এআই ততটাই উন্নত ও প্রাসঙ্গিক ফলাফল দেবে।
একটি ভালো প্রম্পট লেখার মূল কৌশলগুলো হলো—উদ্দেশ্য পরিষ্কার রাখা, ভাষা ও ভঙ্গি নির্ধারণ করা, প্রেক্ষাপট দেওয়া এবং কাঠামো সম্পর্কে নির্দেশনা দেওয়া। উদাহরণস্বরূপ, আপনি যদি চান ‘বাংলাদেশে প্রযুক্তি শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে ৫০০ শব্দের প্রতিবেদন, যা তথ্যনির্ভর হবে এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপযোগী ভাষায় লেখা’, তাহলে আপনাকে এটাই যথাযথভাবে প্রম্পটে লিখতে হবে। এতে করে এআই আপনার চাহিদা স্পষ্টভাবে বুঝে সে অনুযায়ী কাজ করতে পারবে।
এখন শুধু লেখালেখি নয়। এআই দিয়ে ছবি আঁকা বা ভিডিও তৈরি করতেও প্রম্পটই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন, আপনি Midjourney বা DALL·E-এর মতো টুলে ছবি তৈরি করতে চান। তাহলে আপনাকে বলতে হবে: ‘A rainy evening in Dhaka city with rickshaws and neon lights, photorealistic, cinematic lighting.’ আপনি যদি শুধু বলেন, ‘একটা ঢাকা শহরের ছবি দাও,’ তাহলে হয়তো সেটা আপনার কল্পনার সঙ্গে মিলবে না। আবার ভিডিও তৈরির ক্ষেত্রেও, যেমন RunwayML বা Pika-এর মতো প্ল্যাটফর্মে, আপনাকে জানাতে হবে দৃশ্য কেমন হবে, ক্যামেরা কীভাবে চলবে এবং আলো-আঁধারির ধরন কী হবে।
প্রম্পট লেখার একটা চতুর্ভুজ কৌশল আছে। প্রথমত, উদ্দেশ্য নির্ধারণ করা। দ্বিতীয়ত, প্রেক্ষাপট বা পটভূমি দেওয়া। তৃতীয়ত, কাঠামো উল্লেখ করা এবং চতুর্থত, ভাষা বা ভঙ্গির স্পষ্টতা নিশ্চিত করা। এই চারটি বিষয় যদি একসঙ্গে থাকে, তবে একটি সাধারণ অনুরোধও অসাধারণ ফল দিতে পারে।
তবে অনেকেই প্রম্পট লেখার সময় কিছু সাধারণ ভুল করেন। যেমন, শুধু ‘একটা ব্লগ পোস্ট দাও’ বলা। কিংবা ভাষার ধরন বা কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে কিছু না বলা। এসব ভুলের কারণে এআই হয়তো অপ্রাসঙ্গিক কিছু তৈরি করে ফেলতে পারে।
বর্তমান যুগে, যেখানে এআই হয়ে উঠেছে ডিজিটাল সহকারী, সেখানে সঠিক প্রম্পট লেখার দক্ষতা হয়ে উঠছে এক নতুন ভাষা শেখার মতো। আপনি যত ভালোভাবে প্রশ্ন করতে পারবেন, তত উন্নত হবে আপনার উত্তর। যিনি প্রম্পট জানেন, তিনি কেবল প্রযুক্তি ব্যবহার করেন না, তিনি তাকে পরিচালনা করেন।
এআই এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়। এটি বর্তমানে আমাদের প্রতিদিনের অংশ। লেখালেখি, ছবি আঁকা, স্ক্রিপ্ট লেখা, ডিজাইন ও ভিডিও নির্মাণ—সব জায়গাতেই সঠিক প্রম্পটই হয়ে উঠেছে সাফল্যের চাবি। আর এই চাবি আপনার হাতেই রয়েছে। শুধু জানতে হবে, দরজাটা খুলতে কীভাবে ঘুরাতে হয়।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
২ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪ ঘণ্টা আগে