গোলটেবিল আলোচনায় আইসিটি সচিব

সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ২০: ১০

দেশে সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার। গতকাল আমার দেশ-এর সভাকক্ষে আয়োজিত ‘তথ্যপ্রযুক্তি খাতের বাজেট ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শীষ হায়দার বলেন, সেমিকন্ডাক্টর নিয়ে উচ্চপর্যায়ের একটি জাতীয় কমিটি রয়েছে। দেশ-বিদেশে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিয়ে কাজ চলছে। এখানে একাডেমিয়ার যে বিষয় রয়েছে, সেগুলোর বিকাশে কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা প্রায় ৪০ লাখ ডলারের কাজ হাতে নিয়েছি।’

‘এনহেন্সিং গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ প্রকল্পের আওতায় এই কাজ চলছে জানিয়ে সচিব বলেন, ‘যেহেতু আমরা তৈরি পোশাক খাত নিয়ে দীর্ঘদিন ধরে সন্দিহান। কিন্তু আমরা বলতে পারি, এটার (আরএমজি) পাশাপাশি যদি সেমিকন্ডাক্টর চলে, তাহলেও এটি রেমিট্যান্স আহরণের একটি বড় মাধ্যম হয়ে উঠবে।’

সাইবার হামলা বন্ধে সরকার তৎপর উল্লেখ করে শীষ হায়দার বলেন, সবকিছুর জন্য নিরাপত্তা অত্যাবশ্যক। সাইবার স্পেস সবচেয়ে অনিরাপদ-এটা আমরা এখন খুব ভালোই বুঝতে পারছি। কারণ, বাংলাদেশের ইতিহাসে এভাবে সরকার এবং সরকার সমর্থক লোকজন এর আগে আর কখনোই এমনভাবে এ সমস্যায় পড়েনি। তিনি বলেন, ‘আমাদের যেসব এজেন্সি আছে, সেগুলো যারপরনাই চেষ্টা করছে। তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে ফ্যাক্ট চেকিং অ্যান্ড কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য আমরা কিছু এজেন্সি নিয়োগ করেছি। তারা দিন-রাত কাজ করছে। এ বিষয়গুলো মাথায় নিয়ে আমরা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ (পিডিপিও) ফাইনাল করছি।

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পলিসি নিয়ে কাজ চলছে জানিয়ে সচিব বলেন, এটা নিয়ে একদম চূড়ান্ত পর্যায়ে আছি। আমরা তিনটি কাজ করে ফেলেছি। সিএসওর কাজ হয়ে গেছে, সাইবার সেফটি অর্ডিন্যান্স হয়েছে এবং গ্যাজেট জারি হবে। এটি এখন প্রধান উপদেষ্টার দপ্তরে আছে। এরপর রাষ্ট্রপতির দপ্তরে যাবে। তিনি সই করলে এর গ্যাজেট জারি করা হবে।

আওয়ামী লীগের ফেসবুক-ওয়েবসাইট বন্ধ করা হচ্ছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব বলেন, একটি দল নিষিদ্ধ হওয়ার পর তাদের ওয়েবসাইটগুলো বন্ধ করার জন্য আমরা বিটিআরসিকে চিঠি দিয়েছি। বিটিআরসি মেটা ও অন্যান্য সামাজিক যে মাধ্যমগুলো আছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে। আরেকটি বিষয় আমরা করেছি, সেটা হলো পারসোনাল ডেটা প্রটেকশন অর্ডিন্যান্স (পিডিপিও)।

সভাপতির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘বিনিয়োগ বোর্ডে থাকার সময় আমি বলতাম, আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ এক সময় এক বিলিয়ন ডলারের আইটি পণ্য রপ্তানি করবে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমরা সেই লক্ষ্য ছুঁতে পারিনি। আসলেই আমরা অনেক পিছিয়ে আছি। অন্যদিকে পাকিস্তানের রপ্তানি তিন বিলিয়ন ডলারের ওপরে পৌঁছে গেছে, যে পাকিস্তান আমাদের থেকে থেকে অর্থনৈতিকভাবে অনেক পেছনে; অনেক সূচকেই পিছিয়ে।’ এটি একটি সমন্বিত ব্যর্থতা উল্লেখ করে আইটি খাতের উন্নয়নের জন্য মানবসম্পদ, পেশাজীবী তৈরি করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে মাহমুদুর রহমান বলেন, ‘আমি স্বপ্ন দেখি সেমিকন্ডাক্টর শিল্পের ফেব্রিকেশনও হবে বাংলাদেশে। কিন্তু ডিজাইনিং থেকে শুরু হয়েছে- এটা মন্দ নয়। এটাকে আরো কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে সবাইকে একটু চিন্তা করা উচিত। এ জন্য সরকারকে সহায়তা দেওয়া এবং ব্যক্তি খাত থেকে স্পেসিফিক প্রস্তাব আসা উচিত। কারণ, এতে সরকারের পক্ষে কাজ করা সহজ হবে।’

দেশে যত্রতত্র হাই-টেক পার্ক করে রাষ্ট্রের টাকা উচ্ছন্নে দেওয়া হয়েছে উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, এই হাই-টেক পার্ক ফেলে না রেখে এটির সঠিক ব্যবহার নিয়ে সরকারকে ভাবতে হবে। এর মধ্যে অগ্রাধিকার ঠিক করে যেগুলোকে কাজে লাগানো যায়, সেগুলোকে কাজে লাগাতে হবে।

মাহমুদুর রহমান বলেন, সিস্টেম ইনগ্রেইন ম্যাকানিজমের (পদ্ধতিগত জালিয়াতি) মাধ্যমে ফ্যাসিবাদী সরকার এ দেশের অর্থনীতির দুরবস্থা করে গেছে, সেটি খুঁজে বের করতে হবে। সেটি শুধুই তথ্যপ্রযুক্তি বিভাগ করতে পারবে না। তা সব মন্ত্রণালয়কে করতে হবে।

বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার (স্পেকট্রাম ব্যবস্থাপনা) মাহমুদ হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্কনীতি ও আইসিটি) হোসেন আহমদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি রাফেল কবির, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর, রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী (সিইও) এম রেজাউল হাসান, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি আমিনুল হাকিম, মোবাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজওয়ানুল হক, মোবাইল অপারেটরদের জাতীয় ট্রেড অ্যাসোসিয়েশনের (এমটব) মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, বাক্যের সভাপতি তানভির ইব্রাহিম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত